মালয়েশিয়ায় বাংলাদেশিসহ হাজারো শ্রমিক আটক​ | পাঠক ভাবনা | DW | 25.01.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ হাজারো শ্রমিক আটক​

মালয়েশিয়ায় বাংলাদেশিদের আটক হওয়া নিয়ে প্রতিবেদনটি কয়েকদিন আগে টিভিতে দেখলাম৷ দেখলাম হাজারো মানুষের কষ্টের দৃশ্য৷ নানা বয়সি মানুষকে জেল-হাজতের বাইরের বসে থাকতে দেখেছি৷ জানিনা শেষ পর্যন্ত কি হবে৷

‘...আমরা আশা করছি এর একটা ভালো সুরাহা হবে, যাতে মানুষগুলো তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে৷' ঠিক এভাবেই ই-মেলটি লিখে পাঠিয়েছেন ঢাকা সেনানিবাস থেকে বন্ধু মো. সোহেল রানা হৃদয়৷

সমাজকে প্রয়োজনীয় তথ্য দিতে চিরকালই এক উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে অসংখ্য শ্রোতাদের মাঝে উপস্থিত হয়েছে ডয়চে ভেলের বাংলাসহ অন্যান্য বিভাগ৷ এই প্রচেষ্টা নিরবিচ্ছিন্ন ভাবে চিরকালই থাকুক এই কামনা করি৷ লিখেছেন হামিম হোসেন মন্ডল (বুলবুল), ঝাউবনা, নওদা, মুর্শিদাবাদ থেকে৷

তিনি আরো লিখেছেন, ‘৩১শে জানুয়ারি আমার শুভ জন্মদিন৷ যে দিনটা আর মাত্র কয়েকটা দিনের পরই আসতে চলেছে৷ এই উপলক্ষ্যে আপনাদের ভক্ত-পাঠক আমার পরম শ্রদ্ধেয়ও নানাজি ইসমাইল মালিত্যার (বয়স ৭২ বছর) স্বকণ্ঠে গাওয়া দুটি গানের অডিও আপনাদের কাছে পাঠালাম৷ প্রচার করলে খুবই খুশি হবো৷

- ধন্যবাদ দু'জনকেই লেখার জন্য৷ আর বন্ধু বুলবুলকে বলছি, আপনার পাঠানো গান দুটো আমরা পেয়েছি এবং শুনেছি৷ খুব ভালো লেগেছে৷ আপনি তো জানেন রেডিওতে বাংলা অনুষ্ঠান প্রচার বন্ধ হয়ে গেছে প্রায় বছর খানেক আগে৷ তাই গান দুটি আর অন্য বন্ধুদের বাজিয়ে শোনানো সম্ভব হলো না৷ এর জন্য আমরা দুঃখিত৷ তবে আমাদের ভালো লাগার কথা আপনার নানাকে জানাবেন কিন্তু!

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন