মেসি কি বিশ্বসেরা ফুটবলার হতে চলেছেন? | পাঠক ভাবনা | DW | 13.11.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

মেসি কি বিশ্বসেরা ফুটবলার হতে চলেছেন?

‘মেসির তুলনা মেসি নিজে’ লিখেছেন কেশবপুর যশোর থেকে মো. মাসুদুর রহমান৷ আসলে লিওনেল মেসি কোনো রেকর্ড ভেঙেছেন, এমন খবর নতুন নয়৷ কিন্তু রেকর্ডটি যদি ফুটবল কিংবদন্তি পেলের হয়, তাহলে তা খবর তো বটেই!

পেলেকে টেক্কা দিয়ে গোলের রেকর্ড ভাঙার পথে মেসি'এই প্রতিবেদনটি পড়ে দারুণভাবে প্রভাবিত মো. মাসুদুর রহমান৷ লিখেছেন, মেসির সাফল্যে আমরাও খুশি৷ তবে এতে পেলের মাথায় ‘বাজ' পড়ার কথা! কারণ এর ফলে, স্প্যানিশ লিগের তালিকায় শীর্ষ স্থানে রয়ে গেল বার্সেলোনা৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আটলেটিকো মাদ্রিদ ও রেয়াল মাদ্রিদ৷

বলা বাহুল্য, প্রতিবেদনটি থেকে বেশ কয়েকটি লাইন তুলে দিয়েছেন আমাদের এই যশোরের বন্ধু৷ লিখেছেন, বার্সেলোনার কোচ টিটো ভিলানোভার কথায়, মেসির গোলের পরিসংখ্যান সত্যি তাক লাগিয়ে দেয়৷ মো. মাসুদুর রহমানের প্রশ্ন – মেসি কি তাহলে চতুর্থবারের মতো বিশ্বসেরা হতে চলেছেন?

মোহম্মদ আবদুল্লাহ, মিতালী আন্তর্জাতিক ডয়চে ভেলে শ্রোতা সংঘ, উথলী বাজার, চুয়াডাংগা থেকে লিখেছেন, আশা করি ভালো আছেন৷ রবিবার রাতে ওয়েবসাইট থেকে সকালের অনুষ্ঠান শুনলাম৷ রবিবার সকালের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ‘ইনবক্স'৷ সে দিনের ইনবক্স ভালো লাগলো৷ অনেকদিন পর আমার কোনো চিঠির উত্তর ডয়চে ভেলে থেকে শুনতে পেলাম, ধন্যবাদ আপনাদের৷

এছাড়া, রবিবারের ইনবক্স-এ ক্লাবগুলোকে শুধু ধাঁধার উত্তর পাঠনোর ঠিকানা হিসাবে ব্যবহার না করে গঠনমূলক কিছু করার প্রস্তাব গ্রহণযোগ্য মনে হলো৷ এফএম-এ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান ক্ষীণ শোনা যাচ্ছে৷ অন্য কেন্দ্রের অনুষ্ঠানগুলিও ঠিকমতো শুনতে পারছি না৷ টার্গেট এরিয়ার বাইরে বহু দূরে এফএম-এ ডয়চে ভেলেকে পাওয়া কপালের ব্যাপার৷ যাই হোক, এর আগে আরো ক'টি মেল পাঠয়েছি৷ আশা করি উত্তর পাব৷ আজ শেষ করছি, আবার কথা হবে৷

আমি নিয়মিত আপনাদের প্রচারিত অনুষ্ঠান শুনে থাকি৷ নিঃসন্দেহে এটি একটি তথ্যবহুল বেতার কেন্দ্র৷ আমি বিভিন্ন অনুষ্ঠান শুনে উৎসাহ পাই৷ আমাদের শ্রোতা ক্লাবের সদস্যরাও আগ্রহের সঙ্গে রেডিও শুনে থাকেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন৷ শেখ আব্দুল মান্নান বারী, শিক্ষক হরিপুর সিনিয়র মাদ্রাসা, চাটমোহর, পাবনা থেকে ই-মেলে জানিয়েছেন এ কথা৷

আজ শুভ দীপাবলি ও কালীপূজা উপলক্ষ্যে ডিডাব্লিউ পরিবারের সকল কর্মী ও সকল শ্রোতাকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা৷ আগামী দিনগুলি আলোর মতোই সুন্দর হোক – এই শুভকামনা রইলো৷ প্রদীপ বসাক, হাট সিমলা, সমুদ্র গড়, বর্ধমান৷

অবৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টা না করাই উচিত', ‘এত বড় সাফল্য পেয়ে যাবো নিজেও ভাবিনি', ‘গৃহযুদ্ধে ধ্বংস হচ্ছে আফ্রিকার পাহাড়ি গোরিলারা', ‘৯ই নভেম্বর – জার্মানির জন্য একটি ঐতিহাসিক দিন' – এই সবগুলি প্রতিবেদনই ভালো লাগলো৷ মো. মিজানুর রহমান, সূচনা সমাজ কল্যান সংঘ, মশীপুর, শাহজাদপুর, সিরাজগঞ্জ থেকে জানিয়েছেন৷

- ধন্যবাদ সবাইকে৷

নির্বাচিত প্রতিবেদন