‘মোবাইল থেকে ক্যান্সার হবার সম্ভাবনা’ | পাঠক ভাবনা | DW | 02.11.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘মোবাইল থেকে ক্যান্সার হবার সম্ভাবনা’

বাংলাদেশে মোবাইল সেট থেকে ক্যান্সার হবার প্রবল সম্ভবনা সম্পর্কে জানলাম৷ পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জেও কিন্তু প্রতি ঘরে ঘরে বহু মোবাইল সেট থাকে৷ এমনকি স্কুল পড়ুয়ারাও তাদের নিজ নিজ ক্লাসে মোবাইল সঙ্গে রাখে৷

আমরা কিন্তু এখানে এই মোবাইল ফোনের বিকিরণ মাত্রা সম্পর্কে কিছু জানি না৷ সে জন্য ভারত তথা পশ্চিমবঙ্গে এ সমস্যা সম্পর্কে যদি কিছু ধ্যানধারণা দেন তাহলে তা খুবই উপকারে লাগবে৷ সুহৃত বন্দ্যোপাধ্যায়, জৌগ্রাম, বর্ধমান থেকে এই অনুরোধ করেছেন৷

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সমুদ্রে বাংলাদেশি নিখোঁজ সংক্রান্ত রিপোর্টটি শুনলাম৷ এই ধরনের বেআইনি, বিপদজনক কাজ থেকে বিরত থাকতে জনসচেতনতামূলক একটি রিপোর্ট প্রচারের অনুরোধ করেছেন লিপন স্মৃতি রেডিও লিসনারস ক্লাব, ঘোড়াদাইড়, সুলতানশাহি, গোপালগঞ্জ থেকে শ্রোতাবন্ধু ফয়সাল আহমেদ৷ তিনি আরো জানিয়েছেন, সুরের ভুবন পর্বে খ্যাতিমান গীতিকার, সুরকার, গায়ক ব্রায়ান অ্যাডামসকে নিয়ে পরিবেশনাটি ভীষণ তথ্যমূলক ও উপভোগ্য ছিল৷

আলুপট্টি, ঘোড়ামারা, রাজশাহী থেকে শ্রোতাবন্ধু সুমন্ত কুমার ই-মেল মারফত লিখেছেন, ডয়চে ভেলের অনুষ্ঠান শুনে বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য দেশের খবর জানতে পারছি৷ যার মধ্য দিয়ে নিজেকে ‘আপ টু ডেট' রাখছি এবং আমার জ্ঞানের পরিধি বাড়াতে পারছি৷ ধন্যবাদ৷

- প্রিয় বন্ধুরা, আগামীকাল সকালের ‘ইনবক্স' শুনতে ভুলবেন না৷ কারণ এই ইনবক্স-এ ঘোষণা করা হবে অক্টোবর মাসের ‘শ্রেষ্ঠ পত্রলেখক'-এর নাম৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন