রূপকথার গল্প | পাঠক ভাবনা | DW | 18.09.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

রূপকথার গল্প

আমাদের ফেসবুকের পাতায় ‘রূপকথার গল্প বলায় পরিবর্তন এসেছে‘ প্রতিবেদনটি পড়ে বন্ধু নূরে আলম শুধু লাইকে ক্লিক করেছেন৷ আর বন্ধু কাঞ্চন কুমার চ্যাটার্জীর মন্তব্য – আধুনিক যুগের ছেলেমেয়ে, তারা তো এইসব চাইবেই৷

‘যুক্তরাষ্ট্রের পর জার্মানির আদালতেও অ্যাপেলের জয়' এই প্রতিবেদনটি পছন্দ করেছেন দেখতে পাচ্ছি ফেসবুকে বন্ধু শামীম, কিরণ আবু সাঈম রাজীব৷ আর কাঞ্চন কুমার চ্যাটার্জী কমেন্ট করেছেন, আমরা সবকিছুর ভালো চাই৷ জার্মানির আদালত নিরপেক্ষ বিচার করেছে৷

শিক্ষা দিবস উপলক্ষে সাক্ষাৎকারধর্মী রিপোর্টটি গুরুত্ব পূর্ণ ছিল৷ মন্তব্য ফয়সাল আহমেদের৷

ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসে আঘাত করা চরম অপরাধ৷ আশাকরি মার্কিন যুক্তরাষ্ট্র অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে৷ মুকুল সরদার, দাকোপ, খুলনা থেকে জানিয়েছেন৷

প্যারিসে বাংলাদেশি শিল্পী তামিমের সঙ্গে আলোচনার অডিও ফাইলটি ফেসবুক থেকে শুনলাম৷ ভালো লাগলো তাঁর শিল্পীজীবনের কথা যা গর্বের বিষয়৷ মন্তব্য জিওখালী, পূর্ব মেদিনীপুরের বন্ধু শেখ আবদুল রশিদের৷

চলতি ঘটনা ‘কক্সবাজারের মাদ্রাসায় তৎপর ছিল জয়শ-ই-মোহাম্মদ' সমাজ জীবন-‘ইসলামি ও পশ্চিমা বিশ্বের মধ্যে ভুল বোঝাবুঝি কাটছে না' জার্মানিতে উচ্চশিক্ষা-জার্মানির উল্ম ইউনিভার্সিটিতে টিউশন ফি লাগে না তথ্যগুলো পড়ে অনেক উপকৃত হলাম৷

বিজ্ঞান প্রযুক্তি-ইন্টারনেট নিরাপত্তা নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরা৷ আমিও একমত যে ইন্টারনেটে নিরাপত্তার অভাব রয়েছে তথ্যগুলো পড়ে অনেক উপকৃত হলাম৷ মো. মিজানুর রহমান, সূচনা সমাজ কল্যাণ সংঘ, মশীপুর, শাহজাদপুর, সিরাজগঞ্জ৷

১৮ সেপ্টেম্বর ২০১২ তারিখে ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বিতর্ক চলছে' শিরোনামে প্রতিবেদনটি থেকে নানা তথ্য পেলাম৷ সরকারি দল এবং বিরোধী দলের বড় বড় কর্তা ব্যক্তিরা যদি এরকম বড় কোন ব্যাপার নিয়ে এত মতপার্থক্য দেখায়, তাহলে সাধারণ জনগণ কোথায় গিয়ে দাঁড়াবে৷ যে আইন আমাদের নিজেদের তৈরি সে আইনের কোন রায়ের বৈধতা আছে কি নেই সেটা আসলেই বড় প্রশ্ন৷

প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের ৭ জন বিচারপতি যেখানে পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর করেছেন৷ সেখানে বিরোধী দলীয় বিচারপতিগণ বলছেন এটা সংবিধান পরিপন্থী৷ এটা আসলে বিরোধিতার জন্য বিরোধিতার বলা যায়৷ আমরা যারা সাধারণ জনগণ, আমরা কীভাবে ভাল থাকবো সে কথাটা তো কারো মুখে কোন কালেই শোন গেল না৷ তাহলে দেশের নির্বাচন, সরকার ব্যবস্থা, আইন, বিচার ও অন্যান্য ব্যবস্থা কতটুকু বৈধ না অবৈধ তা ভাবার সময় কোথায়?

তারপরও আমরা তাকিয়ে থাকি দেশের কর্তাব্যাক্তিদের দিকে৷ তত্ত্বাবধায়ক সরকার থাক আর না থাক তাতে আমাদের কিছু এসে যায় না৷ আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন একটা ভাল মনের সরকার, একটা ভাল জাতি হিসেবে বিশ্বের কাছে পরিচিতি৷ ভাল হওয়ার চেষ্টা তো করতে পারি৷

মো. সোহেল রানা হৃদয়, প্রেসিডেন্ট ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব ভিউয়ার/ইন্সপেক্টর আইজিএসএন্ডসি, ঢাকা সেনানিবাস৷

ফ্রুট এবং ভেজিটেবেল ওয়াশ প্রতিবেদনটি দেখে এই প্রশ্ন বোধ হলো চাষী আনে যত্ন সহকারে এবং বিপুল অর্থ খরচ করে জমিতে ফসল উৎপাদন করে৷ চাষীকে এই সবজি ঘরে রান্না করতে হবে বা অসময়ে কিছু দাম বেশি পাবার জন্য সংরক্ষণের আবশ্যক হয়৷ এই সবজি বিষ মুক্ত করার জন্য তাকে আবার বাড়তি খরেচের বোঝা চাপানো হবে৷ জলে ধুয়ে কীভাবে রান্না করা যেতে পারে এবং বিষমুক্ত হবে? মধুমিতা ব্যানার্জী, জৌঁগ্রাম, বর্ধমান৷

-ধন্যবাদ বন্ধুদের৷ আরো বেশি বেশি মন্তব্য করবেন ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন