জাতীয় কবির মৃত্যু বার্ষিকী | পাঠক ভাবনা | DW | 28.08.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

জাতীয় কবির মৃত্যু বার্ষিকী

জাতীয় কবি কাজি নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফিরোজা বেগমের কণ্ঠে গানটি খুব ভালো লাগলো৷ হেল্থলাইন ও বিজ্ঞান ডটকম পর্বের বিষয় দুটিও খুব গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী ছিলো৷ বিধান চন্দ্র টিকাদার, জলিরপাড়, গোপালগঞ্জ৷

অনেকদিন পর আবার লিখতে বসছি৷ আজ সকালে চট্টগ্রাম থেকে এফএম তরঙ্গে ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান শুনলাম৷ রোহিঙ্গা সমস্যা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এবং সেই সাথে বাংলাদেশের রামরুর প্রতিনিধির মতামত আমার কাছে কোন ভাবেই গ্রহণযোগ্য নহে৷ হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের নীতিকে নিষ্ঠুর ও অমানবিক বলছে, কিন্তু মিয়ানমারের সরকারকে কী বলছে? কেন তারা মিয়ানমারের সরকারকে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করতে পারছেনা? আজ হতে অনেক অনেক বছর আগে যে সকল রোহিঙ্গা বাংলাদেশে এসেছিল হিউম্যান রাইটস ওয়াচ কি তাদের মিয়ানমারের ফেরত পাঠাতে পেরেছে? আন্তর্জাতিক সংস্থা যদি রোহিঙ্গাদের ত্রাণ দিয়েই থাকে তাহলে রোহিঙ্গারা কেন তাদের শিবির ছেড়ে বাইরে কাজের সন্ধান করে?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এখানে একাত্তরের কথা বলেছেন, আমার প্রশ্ন একাত্তরের বাংলাদেশ পরিস্থিতি আর বর্তমান রোহিঙ্গা সমস্যা কি এক? একাত্তরে সকল ধর্মের লোকজন একত্রে মিলে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের এদেশীয় দোসরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আর মিয়ানমারে বৌদ্ধ ধর্মাবলম্বীরা মিয়ানমারের একটি প্রদেশের মুসলিমদের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে৷ যেমনটা হচ্ছে ভারতের আসামে, তাই এই দুইটি বিষয় তিনি কোন দৃষ্টিকোণ হতে এক করেছেন তা জানতে ইচ্ছা করছে!

ওয়েবসাইট নিয়ে বলতে চাই মাদারীপুরের শ্রোতা রাসেল শিকদারের প্রশ্নের জবাবে৷ আপনার ওয়েবসাইটে আইপডের যে ছবি প্রকাশ করেছেন, তাতো আপনাদের পাঠানো আই পডের সাথে মিল নেই, কারণ সম্প্রতি ঢাকা শ্রোতা সম্মেলনে আমিও একটা আইপড পেয়েছিলাম৷ যদি এমন হয় তবে আগামীতে কোন দিন রাসেল শিকদার আইপড বিজয়ী হলে আবার লিখবে.....৷

সম্প্রতি ওয়েবসাইটের প্রতিটি প্রতিবেদনের সাথে যেভাবে খবরের হাইপার লিংক করে দিচ্ছেন, তা এক কথায় চমৎকার৷ সুন্দর এই ধারণার জন্য সংশ্লিষ্ট জনকে ধন্যবাদ জানাই৷ মাহফুজ, ঝাকুনীপাড়া, কুমিল্লা৷

- শ্রোতাবন্ধু মাহফুজ, আইপড বিষয়ে আপনাকে জানাই যে রাসেল শিকদার আইপড সম্পর্কে জানাতে বলেছেন এবং ছবি দেখতে চেয়েছেন আমাদের ওয়েবসাইটে৷ কিন্তু তার ই-মেলে উল্লেখ ছিলোনা যে সেটি ডয়চে ভেলে থেকে ধাঁধার পুরস্কার হিসেবে পাঠানো আইপড'এর ছবি হতে হবে৷

সন্দ্বীপ, চট্টগ্রাম থেকে নিজামউদ্দিন নয়ন লিখেছেন আমি নিয়মিত শ্রোতা৷ ডয়চে ভেলে থেকে প্রচারিত অনুষ্ঠান খুবই ভালো লাগে৷ আমি জার্মানি সম্পর্কে অর্থাৎ জার্মানির সংস্কৃতি, শিক্ষা , জাতীয়তা ইত্যাদি সম্পর্কে আরো বেশি জানতে চাই৷ আশাকরি তাড়াতাড়ি উত্তর দেবেন৷

- নিয়মিত আমাদের অনুষ্ঠান এবং ওয়েবসাইটের সঙ্গে থাকুন তাহলেই এসব বিষয়ে নানা তথ্য পেয়ে যাবেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন