‘রিও দে জানেরো সম্মেলন নিয়ে ছবিঘরটি সুন্দর’ | পাঠক ভাবনা | DW | 21.06.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘রিও দে জানেরো সম্মেলন নিয়ে ছবিঘরটি সুন্দর’

বুধবার সকালের সবগুলো পরিবেশনা ছিল মনোমুগ্ধকর, শ্রুতিমধুর এবং আনন্দদায়ক৷ জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছেন৷ আমার বিশ্বাস, জার্মানি বাংলাদেশের মত উন্নয়নশীল দেশকে আরো সাহায্য করবে৷

এছাড়া জার্মানির সাথে আমাদের সম্পর্ক উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে৷

অন্যদিকে, হুইল চেয়ারে চড়ে ৫,৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাইল স্টোইকস্কি'র লন্ডন অলিম্পিকে পৌঁছতে চাওয়ার খবর শুনে ভাল লাগলো৷ দীর্ঘ বিরতির পর ই-মেলে এই কথাটি জানিয়েছেন কপিলমুনি, খুলনা থেকে শ্রোতাবন্ধু সজল রঞ্জন ঘোষ৷

আজ সকালে খুলনা এফএম থেকে ডয়চে ভেলের অনুষ্ঠান পরিষ্কার শোনা গেলো এবং সব পরিবেশনা আমার কছে দারুণ লাগলো৷ যেমন ইউরো কাপ নিয়ে প্রতিবেদন৷ প্রদীপ বসাক, হাট শিমলা, সমুদ্র গড়, বর্ধমান থেকে লিখেছেন৷

গতকাল ঢাকার গুলশানের দু'জন শ্রোতা তোফায়েল আহমেদ এবং ইদ্রিস হোসেনকে ডয়চে ভেলের ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিলাম যা তাদের খুব ভালো লেগেছে৷ তারা এখন থেকে নিয়মিত দেখবেন এবং মতামত পাঠাবেন৷ বিধান চন্দ্র টিকাদার, গুলশান, ঢাকা৷

বাংলাদেশের মাটিতে জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলেকে গোলাপের শুভেচ্ছা ও ফুলেল ভালোবাসা জানাই৷ আশাকরি তাঁর সফর-এ দুই দেশই লাভবান হবে৷ তাঁর সফর সম্পর্কে বিশেষ অনুষ্ঠান প্রচার করবেন৷ ডয়চে ভেলে থেকে তরতাজা খবরাখবর খুব ভালো লাগে৷ আবদুর রাজ্জাক, সারাক ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাব, নিমাইদিঘী, বগুড়া৷

‘মোনালিসা' পরিবেশনায় মালা পালের সাক্ষাৎকারটি ছিল বড়ই মনোগ্রাহী৷ একজন মহিলার এমন অক্লান্ত পরিশ্রম অন্যদেরকেও এই পেশার প্রতি আকৃষ্ট ও অনুপ্রাণিত করবে৷ এমন সুন্দর আয়োজনের জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ দিয়েছেন কলকাতা থেকে শ্রোতাবন্ধু লিসা ব্যানার্জী৷

রিও দে জানেরো সম্মেলন নিয়ে ছবিঘর করারজন্য DW কে অসংখ্য ধন্যবাদ৷ বিশ্বের সমস্ত কষ্টের ঘটনার খবর নিরলসভাবে ডয়চে ভেলে আমাদের মাঝে উপহার দিয়ে যাচ্ছে৷ এতে আমরা গর্ববোধ করি৷

একটি প্রশ্ন৷ যখন কোন শ্রোতা প্রশ্ন করেন ধাধা বিজয়ী করার সময় আপনারা কোন স্বজন প্রীতি করেন কি না? তখন আপনারা উত্তরে বলেন, আমরা লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করি৷ এবার আমার প্রশ্ন, ইমেইল, চিঠি, এসএমএস, এই তিনটির কিভাবে সমন্বয় করে লটারি করেন? আশা করি সঠিক উত্তর পাবো৷ এভাবেই লিখেছেন শ্রোতাবন্ধু মো. রাসেল সিকদার, জ্ঞান বিকাশ কেন্দ্র রেড়িও ক্লাব, শ্রীনাথদী, কেন্দুয়া, মাদারীপুর থেকে৷

-এর উত্তর জানতে অনুগ্রহ করে রবিবারের ইনবক্স শুনুন৷

মতামত পাঠানোর জন্য সবাইকে অনেক ধন্যবাদ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন