‘সুইজারল্যান্ডের চলচ্চিত্র উৎসবে বাংলা ছবি’ | পাঠক ভাবনা | DW | 27.03.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘সুইজারল্যান্ডের চলচ্চিত্র উৎসবে বাংলা ছবি’

২৭ মার্চ সকালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অবদানের জন্য ১১০ জন বিদেশীকে সম্মাননা প্রদান, গ্রামীণ ব্যাংকের সাথে যৌথভাবে জার্মান কোম্পানির আশ্চর্য মশারি উৎপাদন এবং সুইস চলচ্চিত্র উৎসব সম্পর্কে পরিবেশনাগুলো খুব ভাল লাগলো৷

২৩ মার্চের অনুষ্ঠানে সবুজ পৃথিবী পর্বে জলবায়ু পরিবর্তনের প্রভাবে মেক্সিকো'তে খাদ্যাভাব, পশু খামারে উৎপাদন হ্রাস এবং পানীয় জলের সংকট সম্পর্কে অত্যন্ত সময়োপযোগী প্রতিবেদনটির জন্য ধন্যবাদ৷

ভারতের নদী আগ্রাসনের ফলে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল ক্রমে মরুভূমিতে পরিণত হচ্ছে৷ এবিষয়ে সরেজমিন প্রতিবেদন প্রচারের জন্য ডয়চে ভেলের প্রতি অনুরোধ জানাচ্ছি৷ এসএম আবদুল্লাহ রানা, প্রেসিডেন্ট, ডয়চে ভেলে ফ্যান ক্লাব, সুজানগর, পাবনা৷

সুইজারল্যান্ডের চলচ্চিত্র উৎসবে বাংলা ছবির প্রদর্শনী প্রসঙ্গে আলোচনা শুনে খুব ভাল লাগল৷ বিজ্ঞান ডটকম পর্বে বাংলাদেশের ৪১তম স্বাধীনতার বছরে বাংলাদেশ যে এখনো বিজ্ঞানে আশাব্যাঞ্জক সাফল্য জাগাতে পারেনি, সে বিষয়ে হতাশার সুর শোনা গেল৷

আমি ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনছি৷ গতকাল রাতের অনুষ্ঠানে নতুন দিল্লি থেকে পাঠানো রিপোর্টে ভারতের প্রতিরক্ষা সামগ্রী কেনার ব্যাপারে দুর্নীতি বিষয়ক প্রতিবেদনটি আকর্ষণীয় মনে হয়েছে৷ বিশ্বনাথ মন্ডল, ওয়ার্ল্ড রেডিও ক্লাব, চকহরহরিয়া, ইসলামপুর, মুর্শিদাবাদ৷

আজ সকালের অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক ৬টি চলচ্চিত্র প্রদর্শনীর কথা নন্দন পর্বে জেনে ভাল লাগলো৷ আমি নিয়মিত নিউজলেটার পাচ্ছি৷ বিধান চন্দ্র টিকাদার, জলির পাড়, গোপালগঞ্জ৷

অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার জন্য দীর্ঘদিন ধরে নিয়মিত অনুষ্ঠান শুনতে বা লিখতে পারিনি৷ ডয়চে ভেলে আমাকে ভুলে যায়নি তো? জানতে চেয়েছেন মোহনপুর, রাজশাহী থেকে শ্রোতাবন্ধু কামরুল হাসান৷

এই সাহসী প্রতিবেদনটি প্রকাশ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ৷ ইংরেজি ভাষায় একটা প্রবাদ আছে ‘Pen is mighter than the words'৷ তবে কি লেখনি দ্বারা জঙ্গি গোষ্ঠিকে বোঝানো যায় না৷ ধর্ম মানুষকে সচেতন ও সঠিক পথে চালনা করার জন্য সৃষ্টি৷ মানব জীবনের অকল্যাণ সাধনের জন্য নয়৷ প্রত্যেক ধর্মের বাণীতে এরকমই উল্লেখ আছে৷

এখানে আমার প্রশ্ন, বাঁচার দাবি নিয়ে প্রত্যেক মানুষের জন্ম ঠিক করা আছে৷ কিছু বিপথে চালিত মানুষ এই সৃষ্টির বিপরীত মুখে যাবে? এই আধুনিক প্রযুক্তির যুগে পৃথিবীর সভ্য ও সচেতন নাগরিকরা মুষ্ঠিমেয় জঙ্গির কাছে হাতের পুতুল হয়ে থাকবে? আশাকরি এর জবাব আপনাদের লেখা থেকে পাবো৷

জলবায়ু পরিবর্তনে মহা বিপর্যয়ের মুখে মেক্সিকো - এই প্রতিবেদনটি পড়ে মনে হচ্ছে যে, আমাদের দেশেও ঐ একরকম অবস্থা তৈরি হয়েছে৷ পরিবেশনাটি প্রশংসার দাবি রাখে৷ পশ্চিম বাংলার অনেক গ্রামে পানীয় জল মেলা খুবই কষ্টসাধ্য হয়ে উঠেছে৷ অদূর ভবিষ্যতে আমরা পানীয় জলের জন্য কি উপায় অবলম্বন করব, আমরা তা উপলব্ধি করতে পারছি না৷ তাই ডয়চে ভেলের কাছে অনুরোধ করলাম, মেক্সিকো'র মতো পশ্চিম বাংলা সম্পর্কে আমাদের একটি প্রতিবেদন উপহার দিন৷ আপনাদের সকলের কুশল কামনায়৷ সুহ্রিত বন্দ্যোপাধ্যায়, জৌঁগ্রাম, বর্ধমান৷

অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা৷ তবুও আমরা স্বাধীন, কারণ আমাদের একটি মানচিত্র আছে৷ আছে একটি লাল-সবুজ পতাকা৷ বাংলাদেশ আমার জন্মভূমি, আমি এদেশকে ভালবাসি৷ বাংলাদেশের স্বাধীনতা দিবসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো৷ সুলতান মাহমুদ, পরানপুর, ফেটগ্রাম, মান্দা, নওগাঁ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন