1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভিবাসী পরিকল্পনার জের, নির্বাচনে ধাক্কা খেলো এএফডি

২৯ জানুয়ারি ২০২৪

অভিবাসীদের ফেরত পাঠানো নিয়ে পরিকল্পনার কথা ফাঁস হওয়ার পর এবার নির্বাচনে ধাক্কা খেলো এএফডি।

https://p.dw.com/p/4bmJb
এএফডি প্রার্থী উভে থ্রুম
এএফডি প্রার্থী উভে থ্রুম চূড়ান্ত রাউন্ডে হেরে গেছেনছবি: Bodo Schackow/dpa/picture alliance

এই অতি-দক্ষিণপন্থি দলের প্রার্থী দুই সপ্তাহ আগেও পূর্ব জার্মানির টুরিংগিয়া রাজ্যের একটি জেলার প্রশাসক নির্বাচনে সবচেয়ে আগে ছিলেন। কিন্তু রোববার চূড়ান্ত পর্যায়ের ভোটাভুটিতে তিনি হেরে যান।

জার্মানিতে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য বিখ্যাত কারেকটিভ-এ একটি খবর প্রকাশিত হয়। তাতে বলা হয়েছিল, এএফডির নেতারা অন্য অতি-দক্ষিণপন্থি এবং অস্ট্রিয়ার নব্য-নাৎসি নেতার সঙ্গে বসে অভিবাসী ও যারা জার্মানির সংস্কৃতির সঙ্গে মিশে যেতে পারেননি, তাদের বিতাড়নের পরিকল্পনা করেছেন।

এই খবর প্রকাশিত হওয়ার পর রীতিমতো হইচই শুরু হয়ে যায়। চ্যান্সেলর শলৎস-সহ প্রচুর মানুষ বিক্ষোভ দেখান। তারপর এটাই ছিল প্রথম ভোট। সেখানে রক্ষণশীল সিডিইউ প্রার্থী ক্রিশ্চিয়ান হারগট এএফডি প্রার্থী উভে থ্রুমকে হারিয়ে দিয়েছেন।

পর্যবেক্ষকেরা এই ভোটকেই এএফডির জনপ্রিয়তার ব্যারোমিটার হিসাবে দেখছিলেন। সেই ভোটে এএফডি প্রাথমিকভাবে এগিয়ে থেকেও সাফল্য পেল না।

কারেকটিভের রিপোর্ট বেরোবার আগে থ্রাম ৪৫ দশমিক সাত শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন। হারগট পেয়েছিলেন ৩৩ দশমিক তিন শতাংশ ভোট। কিন্তু রোববারের ভোটে থ্রাম পেয়েছেন ৪৭ দশমিক ছয় শতাংশ ও হারগট পেয়েছেন ৫২ দশমিক চার শতাংশ ভোট।

আগামী ৯ ফেব্রুয়ারি থেকে হারগট জেলা প্রশাসনের দায়িত্ব নেবেন।

যে জেলায় এই ভোট হয়েছে, সেখানে এএফডি খুবই শক্তিশালী। সেখানে তারা জিততে না পারায় বোঝা যাচ্ছে, তাদের ফাঁস হওয়া পরিকল্পনার প্রভাব ভোটে পড়েছে।

জিএইচ/এসজি (এএফপি, ডিপিএ)