1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্দোলনের তরঙ্গে আওয়ামী লীগ ভেসে যাবে: মির্জা ফখরুল

১৫ অক্টোবর ২০২২

দেশজুড়ে বিএনপি সরকারবিরোধী যে আন্দোলন গড়ে তুলেছে তাতে ‘সরকার ভেসে' যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব৷

https://p.dw.com/p/4IEvq
Bangladesh BNP Kundgebung
ময়মনসিংহ শহরের পলিটেকনিক মাঠে আজ শনিবার বিকেলে বিভাগীয় সমাবেশে করে বিএনপি৷ছবি: Humayun Kabir

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে উত্তাল তরঙ্গের সৃষ্টি হয়েছে এই আন্দোলনের তরঙ্গে আওয়ামী লীগ ভেসে যাবে৷

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করে সিঙ্গপুরে আর লন্ডনে বাড়ি বানাচ্ছে৷

ময়মনসিংহ শহরের পলিটেকনিক মাঠে আজ শনিবার বিকেলে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি৷

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে আজ শনিবার এই বিভাগীয় সমাবেশ করে বিএনপি৷

গত বুধবার চট্টগ্রামের পলোগ্রাউন্ডে সমাবেশের মধ্য দিয়ে বিভাগীয় সমাবেশ শুরু করে বিএনপি৷ জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে নেতা-কর্মীদের ‘হত্যার' প্রতিবাদ, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বিভাগীয় (দলের সাংগঠনিক বিভাগ) পর্যায়ে সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি৷

সমাবেশের প্রধান অতিথি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপার্সনে উপদেষ্টা মশিউর রহমান উপস্থিত ছিলেন৷ সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম৷

পূর্বনির্ধারিত সমাবেশ সফল করতে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জ জেলার নেতাকর্মীরা অংশ নিচয়েছেন বরে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়৷ 

ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে সমাবেশে মির্জা ফখরুল বলেন, 'উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা চুরি করে পাচার করে কানাডাতে বেগম পাড়া, মালয়েশিয়াতে সেকেন্ড হোম, সিঙ্গাপুর বাড়ি, লন্ডনে বাড়ি কেনায় তাদের একমাত্র কাজ৷

মির্জা ফখরুল বলেন, ‘‘আমাদের দাবি খুব পরিষ্কার- মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিতে হবে৷ আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরে আসতে দিতে হবে৷ আমাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা আছে, এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে৷ অবিলম্বে সভা-সমাবেশ ও মিছিলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে৷’’

আরআর/এফএস (ডেইলি স্টার বাংলা)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান