1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইংল্যান্ডকে রেকর্ড রানে হারালো ভারত

১৯ ফেব্রুয়ারি ২০২৪

রাজকোটে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্টে রেকর্ডের ছড়াছড়ি। চারদিনেই রেকর্ড ৪৩৪ রানে বেন স্টোকসের দলকে হারালো টিম ইন্ডিয়া।

https://p.dw.com/p/4cYgP
যশস্বী জয়সওয়াল।
দুইশ রান করার পর যশস্বী জয়সওয়ালের উচ্ছ্বাস। ছবি: Gareth Copley/Getty Images

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই ভারতের সবচেয়ে বড় রানের ব্যবধানে জয়। এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৭২ রানে জয়ের রেকর্ড ছিল। রাজকোটে সেই রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মার ছেলেরা।

তবে শুধু এটাই নয়, এই ম্যাচে আরো দুইটি বিশ্বরেকর্ড হয়েছে। টেস্ট সিরিজে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড। তিনটি টেস্টেই রেকর্ড ৪৮টি ছয় মারা হয়েছে। আরো দুইটি টেস্ট বাকি আছে। ফলে সেই সংখ্যা আরো বাড়বে। ভারতীয় দল আরেকটি বিশ্বরেকর্ড করেছে ছয় মারা নিয়েই। রাজকোটে ভারতীয় ক্রিকেটাররা মিলে ২৮টি ছয় মেরেছেন। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৭টি ছয় মেরেছিলেন ভারতীয় ক্রিকেটাররা।

রাজকোটে একটি ইনিংসে ১২টি ছয় মেরেছেন যশস্বী জয়সওয়াল। এটাও রেকর্ড।

বেন স্টোকস আউট। রাজকোটে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে।
আউট হয়ে ফিরে যাচ্ছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টকস। ছবি: Gareth Copley/Getty Images

এই টেস্টে একাধিক ভারতীয় ব্যাটার নিজেদের ছাপিয়ে গিয়েছিলেন। তার মধ্যে প্রথম নামই হলো যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় ইনিংসে যশস্বী শতরান করার পর পিঠের ব্যথায় কাতর হয়ে ড্রেসিংরুমে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন। শুভমন গিল ৯১ রান করার পর রান আউট হওয়ার পর যশস্বী আবার ব্যাট করতে নামেন। ২১৪ রান করে অপরাজিত থাকেন তিনি। এই তরুণ ক্রিকেটার অসাধারণ ইনিংস খেলে দেখিয়ে দিয়েছেন, কত দ্রুত তিনি পরিণত হয়ে উঠছেন।

দ্বিতীয়জন হলেন সরফরাজ খান। প্রথন টেস্ট খেলতে নেমে নিজের জাত চিনিয়েছেন সরফরাজ। প্রথম ইনিংসে তিনি ৬২ রান করেছিলেন। তবে দুর্ভাগ্যজনকভাবে তিনি রানআউট হয়ে যান। পরে এর জন্য ক্ষমা চেয়েছিলেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় ইনিংসেও ৬৮ রান করে অপরাজিত থাকেন তিনি। অভিষেক টেস্টে দুই ইনিংসে অর্ধশতরান করলেন সরফরাজ। গাভাস্কার-সহ তিনজন ভারতীয় ক্রিকেটারের এই কৃতিত্ব ছিল। সরফরাজ চতুর্থ ক্রিকেটার যিনি এই অনন্য কৃতিত্বের অধিকারী হলেন।

রবীন্দ্র জাদেজার বলে আউট ইংল্যান্ডের ব্যাটার।
রবীন্দ্র জাদেজা দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন। প্রথম ইনিংসে দুই উইকেট নিয়েছিলেন। ছবি: Gareth Copley/Getty Images

তবে প্রথম টেস্টে তার খেলা দেখে মনে হয়েছে, তিনি চূড়ান্ত আত্মবিশ্বাস নিয়ে খেলেছেন। তিনি লম্বা রেসের ঘোড়া হতে পারেন। উইকেটের চারদিকে শট খেলতে পারেন। স্কুপ করতে পারেন। ড্রাইভ করতে পারেন। স্পিনারকে তুলে মারতে পারেন। ফলে প্রত্যাশামতো যথেষ্ট প্রতিশ্রুতি নিয়ে ভারতীয় দলে খেলা শুরু করেছেন সরফরাজ।

প্রথম ইনিংসে দুই ভারতীয় ব্যাটার রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা শতরান করেছেন।

অশ্বিনের পাঁচশ উইকেট

রাজকোট টেস্টে তার পাঁচশতম উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডের প্রথম ইনিংসে হার্টলিকে আউট করে এই কৃতিত্বের অধিকারী হন অশ্বিন।

রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।
পাঁচশ উইকেট নেয়ার পর রবিচন্দ্রন অশ্বিন।ছবি: Gareth Copley/Getty Images

কিন্তু এরপরই মায়ের অসুস্থতার খবর পেয়ে বিসিসিআইয়ের অনুমতি নিয়ে পরিবারের পাশে থাকতে রাজকোট থেকে চলে যান অশ্বিন। একদিন থাকার পর তিনি আবার রাজকোট ফিরে আসেন। তার জন্য বিসিসিআই বিশেষ চার্টার প্লেনের ব্যবস্থা করে। দ্বিতীয় ইনিংসে অশ্বিন ছয় ওভার বল করে এক উইকেট নিয়েছেন। পরে রোহিত বলেছেন, অশ্বিনের দায়বদ্ধতা দেখে তিনি চমৎকৃত।

অশ্বিন যখন ছিলেন না, তখন সিরাজ, কুলদীপ, জাদেজারা অসাধারণ বল করেছেন। ফলে প্রথম ইনিংসে ৩১৯ রান করতে পারলেও দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ১২২-এর বেশি তুলতে পারেনি। প্রথম ইনিংসে ডাকেট ১৫৩ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বেশি রান করেন মার্ক উড। তিনি ৩৩ রান করেছেন।

জিএইচ/এসজি(জিও টিভি)