1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্নীতিইউরোপ

ইউরোপীয় সংসদে দুর্নীতি : আরো ১৫ লাখ ইউরো উদ্ধার

১৫ ডিসেম্বর ২০২২

ইউরোপীয় পার্লামেন্টের কয়েকজন ব্যক্তির দুর্নীতিতে জড়ানোর অভিযোগ তদন্তের অংশ হিসেবে ব্রাসেলসে আবার তল্লাশি চালিয়েছে বেলজিয়ামের পুলিশ৷ তল্লাশির সময় অন্তত ১৫ লাখ ইউরো উদ্ধার করা হয়৷

https://p.dw.com/p/4KzGJ
এক টুইট বার্তার মাধ্যমে ১৫ থেকে ১৬ লাখ ইউরো উদ্ধারের সচিত্র খবর প্রকাশ করে বেলজিয়ামের ফেডারেল জুডিশিয়াল পুলিশ৷
এক টুইট বার্তার মাধ্যমে ১৫ থেকে ১৬ লাখ ইউরো উদ্ধারের সচিত্র খবর প্রকাশ করে বেলজিয়ামের ফেডারেল জুডিশিয়াল পুলিশ৷ছবি: AFP

বুধবার এক টুইট বার্তার মাধ্যমে ১৫ থেকে ১৬ লাখ ইউরো উদ্ধারের সচিত্র খবর প্রকাশ করে বেলজিয়ামের ফেডারেল জুডিশিয়াল পুলিশ৷ এর আগে কাতারের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ ও দামী উপহার সামগ্রী গ্রহণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এভা কাইলিসহ চারজনকে আটক করা হয়৷ ৪৪ বছর বয়সি গ্রিক রাজনীতিবিদ কাইলি অবশ্য নিজেকে নির্দোষ দাবি করেছেন৷ বেলজিয়ামের পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, আটকাদেশ দীর্ঘায়িত হওয়ায় আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত পুলিশের হেফাজতেই থাকতে হবে তাকে৷

সম্প্রতি ইউরোপীয় পার্লামেন্টের চার ব্যক্তির বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির অভিযোগ ওঠে৷ গত রোববার বেলজিয়ামের এক বিচারপতি বলেন, ওই চার ব্যক্তি কাতারের কাছ থেকে ঘুস হিসেবে নগদ অর্থ ও দামী উপহার সামগ্রী গ্রহণ করেছেন৷

শনিবার ব্রাসেলসের একটি ভবনে সেসব অর্থ ও উপহার সামগ্রীর সন্ধানে তল্লাশি চালায় পুলিশ৷ নিয়ম অনুযায়ী তল্লাসির সময় পার্লামেন্টের প্রেসিডেন্ট রোব্যার্তা মেৎসোলাও সেখানে উপস্থিত ছিলেন৷ তার আগের দিন, অর্থাৎ শুক্রবার বেলজিয়ামের কর্তৃপক্ষ ব্রাসেলসে ১৬টি বাড়িতে তল্লাশি চালিয়ে ছয় লাখ ইউরো এবং কিছু কম্পিউটার ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করে৷ সেদিন ছয় ব্যক্তিকে আটকও করা হয়৷ তবে পরে চার জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে বাকি দুজনকে ছেড়ে দেয়া হয়৷

আটক চারজনের একজন ইউরোপীয় পার্লামেন্টের অন্যতম ভাইস প্রেসিডেন্ট ও গ্রিসের সমাজতন্ত্রী দলের নেত্রী এভা কাইলি৷

তাকে ইতিমধ্যে ইউরোপীয় পার্লামেন্ট থেকে বহিস্কার করা হয়েছে৷

সম্প্রতি কাতার সফরে গিয়ে সে দেশের শ্রম আইনের প্রশংসা করেন এভা কাইলি৷ মানবাধিকার নিয়ে কাতার সরকারের সমালোচনার বিরুদ্ধেও অবস্থান নিতে দেখা যায় তাকে৷

এসিবি/ কেএম (এএফপি, রয়টার্স)