1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বড়দিনের আকর্ষণ ‘ডিসপ্লে উইন্ডো’

২৬ জানুয়ারি ২০১৮

ক্রিসমাসের সময় ইউরোপীয়দের বড় ডিপার্টমেন্ট স্টোরগুলোর বিশেষ আয়োজন থাকে৷ এর মধ্যে ‘ডিসপ্লে উইন্ডো’ একটি৷ পথচারীদের আকৃষ্ট করে স্টোরের ভেতরে নিয়ে যাওয়া এর অন্যতম উদ্দেশ্য৷

https://p.dw.com/p/2rXj1
প্রতীকী ছবিছবি: picture-alliance/dpa/F. Hanson/PA Wire

ক্রিসমাসে প্যারিসের বড় দোকানগুলোর আয়োজন

যেমন, প্যারিসে বড় স্টোরগুলোর ডিসপ্লে উইন্ডোর অপেক্ষায় থাকেন বেশিরভাগ প্যারিসবাসী৷ এসব আয়োজনে সত্যিকারের শিল্পকর্ম ব্যবহৃত হয়ে থাকে৷ শিল্পীরা প্রতি বছর নতুন পরিকল্পনা করে দর্শকদের চমক দেন৷ বিশ শতকের শুরুতে এর চল শুরু হয়৷ সেই সময় যারা বড়দিনের নতুন এই ঐতিহ্য শুরু করেছিল, প্রাঁতঁ ডিপার্টমেন্ট স্টোর ছিল তাদের অন্যতম৷ এই স্টোরের ডেভিড মলিয়ে জানান, ‘‘প্রথম বিশ্বযুদ্ধের পর ডিসপ্লে উইন্ডোর চল শুরু৷ সময়টা ছিল শোকাবহ৷ প্যারিস, তথা ফ্রান্সবাসীর মুড ভালো করতে এর শুরু৷''

নতুন পরিকল্পনা করতে প্রায় এক বছর লাগে, বাস্তবায়নে লাগে তিন মাস৷

প্রায় ৪২ বছর ধরে পুতুল তৈরি করছেন জ্য-ক্লদ ডেহি৷ তিনি বলেন, ‘‘গত বছর চরিত্রগুলো জানালার মধ্যে ঘোরাফেরা করেছে৷ পুরো সময়ে এগুলো প্রায় বারোশ' কিলোমিটার চলেছে৷ পুতুলগুলো ইস্পাতের তৈরি৷ ফলে বেশ শক্ত আর ভারি৷ এটাই এবার বড় চ্যালেঞ্জ ছিল৷''

কিছু ডিসপ্লে উইন্ডোতে বিশেষ গল্পের ছোঁয়া পাওয়া যায়৷ ডেভিড মলিয়ে বলেন, ‘‘২০১৬ সালে আমরা জুল আর ভিয়োলেট চরিত্র দু'টি বানিয়েছি৷ গত বছর তারা উপহারের খোঁজে পুরো বিশ্ব ঘুরেছে৷''

প্যারিসের অন্যান্য ডিপার্টমেন্ট স্টোরগুলোতেও ডিসপ্লে উইন্ডোর চল শুরু হয়েছে৷ একেকটি স্টোরের থিম একেকরকম৷ ব্যবসার ধরনের উপর তা নির্ভর করে৷ তবে সবার লক্ষ্য একটিই – বড়দিনের আগের সময়টুকু উৎসবমুখর করে তোলা৷

প্রতিবেদন: মেগিন লেই/জেডএইচ