1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একদিনের ক্রিকেটে কেন অধিনায়কত্ব গেল কোহলির

Sanjiv Burman১২ ডিসেম্বর ২০২১

টি-টোয়েন্টির পর একদিনের ক্রিকেটেও ভারতীয় টিমের নেতৃত্ব হারিয়েছেন বিরাট কোহলি৷ এরপরই শুরু বিতর্ক৷

https://p.dw.com/p/444bt
টি-টোয়েন্টির পর একদিনের ক্রিকেটেও বিরাট কোহলি আর অধিনায়ক ননছবি: Aijaz Rahi/AP Photo/picture alliance

টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়কত্ব স্বেচ্ছায় ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলি৷ এমনকী বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুরোধও ফিরিয়ে দিয়েছিলেন৷ কিন্তু একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে সেরকম হলো না৷ সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, কোহলিকে নেতৃত্ব ছাড়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল বোর্ড৷ কিন্তু তার তরফ থেকে ঘোষণা না হওয়ায় বোর্ড অধিনায়ক হিসাবে রোহিত শর্মার নাম ঘোষণা করে দেয়৷ কোহলিকে সরাবার কথা না বলে, শুধু জানানো হয়, টি-টোয়েন্টি ও একদিনের ক্রিকেটে রোহিত শর্মাকেই অধিনায়ক হিসাবে বেছে নেয়া হয়েছে৷

সৌরভের বক্তব্য

কোহলিকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়ার পর মুখ খুলেছেন বোর্ড সভাপতি৷ তিনি জানিয়েছেন, কোহলিকে অধিনায়কের পদ থেকে সরাবার সিদ্ধান্ত নির্বাচক ও বোর্ড যৌথভাবে নিয়েছে৷ বোর্ড এর আগে কোহলিকে টি-টোয়েন্টির অধিনায়কত্ব না ছাড়ার অনুরোধ করেছিল৷ তা তিনি রাখেননি৷ নির্বাচকরা সিদ্ধান্ত নেন, সাদা বলের দুইটি ফরম্যাটে রোহিত অধিনায়ক হবে৷ বোর্ডও তাদের এই সিদ্ধান্ত মেনে নেয়৷

সৌরভ জানিয়েছেন, তিনি কোহলির সঙ্গে কথা বলেছেন৷ নির্বাচক কমিটির চেয়ারম্যানের সঙ্গেও কোহলির কথা হয়েছে৷ সাদা বলের ক্রিকেটে বিরাটের অবদানের কথা স্মরণ করে সৌরভ বলেছেন, রোহিতের নেতৃত্বের উপর বোর্ডের পুরো আস্থা আছে৷ ভারতীয় ক্রিকেট যোগ্য হাতেই আছে৷

ভক্তরা ক্ষুব্ধ

কোহলিকে একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া নিয়ে তার ভক্তরা ক্ষুব্ধ৷ গণমাধ্যমে তারা তাদের ক্ষোভের কথা  জানিয়ে্ছেন ও জানাচ্ছেন৷ ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের রোষের মুখে পড়েছে৷ ভক্তদের প্রশ্ন, এর ফলে ভারতীয় ক্রিকেটের কোন উপকার হবে? টুইটারে ‘শেম অন বিসিসিআই‘ ও ‘উই স্ট্যান্ড উইথ কোহলি’ হ্যাশট্যাগ দিয়ে টুইটের বন্যা বইছে৷

যেভাবে কোহলিকে সরানো হয়েছে, তাতে তার ভক্তরা খুবই ক্ষুব্ধ৷ তাদের বক্তব্য, কোহলির নাম পর্যন্ত নেয়নি বোর্ড৷ তারা শুধু বলেছে, ভবিষ্যতের দিকে তাকিয়ে সাদা বলের ক্রিকেটে রোহিত শর্মাকে নেতা করা হলো৷  কোহলি ৯৫টি ম্যাচের মধ্যে ৬৫টিতে জয় এনে দিয়েছেন সেটা মনে রাখা হলো না? তারা বলছেন, বিরাটকে কি আরো একটু সম্মান দেয়া যেত না?

কোহলিকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়ার দুই দিন পরে তাকে নিয়ে দুইটি টুইট করেছে বোর্ড৷ তা নিয়েও সোচ্চার কোহলি-ভক্তরা৷

জিএইচ/এসজি (পিটিআই, এএনআই)