1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধভারত

কম্বোডিয়ায় ‘সাইবার জালিয়াতিতে যুক্তদের’ উদ্ধার করছে ভারত

১ এপ্রিল ২০২৪

ভারত সরকার বলেছে, চাকরির প্রলোভন পেয়ে কম্বোডিয়ায় গিয়ে সাইবার জালিয়াতিতে যুক্ত হতে বাধ্য হওয়া নাগরিকদের উদ্ধার করছে তারা৷

https://p.dw.com/p/4eJLL
কম্পিউটারে একজনের প্রোগ্রামিং কোড ভাঙার চেষ্টার প্রতীকী ছবি
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, কম্বোডিয়ায় প্রায় পাঁচ হাজার ভারতীয় নিজ দেশের মানুষদের সঙ্গে সাইবার জালিয়াতিতে বাধ্য হচ্ছেনছবি: Pond5 Images/IMAGO

কম্বোডিয়ায় ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে কাজ করছে৷ এ পর্যন্ত প্রায় আড়াইশ' জনকে উদ্ধার করে ভারত ফেরত পাঠানো হয়েছে৷

শনিবার এ বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান৷ সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, কম্বোডিয়ায় প্রায় পাঁচ হাজার ভারতীয় আটকে পড়েছেন এবং তারা নিজ দেশের মানুষদের সঙ্গে সাইবার জালিয়াতি করতে বাধ্য হচ্ছেন৷ 

ভারতে সাইবার অপরাধের বিস্তৃত জাল

জয়সওয়াল এই খবরের প্রতিক্রিয়ায় বিবৃতিতে বলেন, ‘‘আমরা কম্বোডিয়ার কর্তৃপক্ষ এবং ভারতের এজেন্সিগুলির সাথে মিলে এই প্রতারণামূলক স্কিমগুলির জন্য দায়ীদের দমনে কাজ করে যাচ্ছি৷''

মুখপাত্র বলেন, ভারত সরকার ও কম্বোডিয়ায় তার দূতাবাস প্রবাসী ভারতীয়দের এই ধরনের কেলেঙ্কারি সম্পর্কে অবহিত করে বেশ কয়েকটি পরামর্শ দিয়েছে৷

জেডএ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান