1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা: চীনকে ছাড়িয়ে গেল ইটালি

২০ মার্চ ২০২০

ইটালিতে করোনায় মৃত্যুর সংখ্যা চীনকে অতিক্রম করল। পৃথিবী জুড়ে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

https://p.dw.com/p/3ZlAH
ছবি: Getty Images/AFP/A. Gomes

চীনকে পিছনে ফেলে দিল ইটালি। গত ২৪ ঘণ্টায় ইটালিতে করোনা ভাইরাসের প্রকোপে মৃত্যু হয়েছে ৪২৭ জনের। যার জেরে ইটালিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৪০৫। যা চীনের মোট মৃতের সংখ্যার চেয়ে অন্তত ১৫০ বেশি।

ইটালিতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ হাজার মানুষ। অনেকে সুস্থও হয়ে উঠছেন। কিন্তু ভাইরাসের সংক্রমণ এখনও কমেনি। প্রতিদিন আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইটালিতে মৃত্যুর সংখ্যা সামান্য হলেও কমেছে। জার্মানি, স্পেন এবং ইরানেও আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। এর মধ্যে সব চেয়ে ভয়াবহ অবস্থা ইরানের। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে প্রায় এক হাজার ৩০০ মানুষের। ইরানে আটকে পড়া এক ভারতীয় ডয়চে ভেলেকে জানিয়েছেন, ''করোনা প্রতিরোধে এখানে কোনও পরিকাঠামোও তৈরি করতে পারেনি সরকার। মানুষ বিভ্রান্ত। বিনা চিকিৎসায় মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের।''

ইরানের সরকার অবশেষে বার বার জানিয়েছে, করোনার সঙ্গে লড়াইয়ের জন্য সব রকম ব্যবস্থাই তারা করেছে। তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে নানা সমস্যার কথাও একই সঙ্গে তারা জানিয়েছে। বিশ্বের বহু দেশ আপাতত ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়েছে অ্যামেরিকার কাছে। কিন্তু ডনাল্ড ট্রাম্পের প্রশাসন আপাতত সে কাজ করবে বলে কোনও ইঙ্গিত মেলেনি। বরং উল্টোটাই ঘটছে। ইরান থেকে পেট্রোলিয়াম কিনেছে, এই অপরাধে আরবের বেশ কয়েকটি তেল কোম্পানির বিরুদ্ধে নতুন করে ব্যবস্থা নিয়েছে অ্যামেরিকা। যার জেরে তাদের নিন্দার মুখেও পড়তে হয়েছে। কূটনীতিকদের একাংশের বক্তব্য, গোটা পৃথিবী যখন কেবলমাত্র করোনার সঙ্গে লড়াই করছে, অ্যামেরিকা তখনও সংকীর্ণ রাজনীতি বন্ধ করছে না।

করোনা আতঙ্কে শুনশান দিল্লির বাজার

ট্রাম্প প্রশাসন যা-ই করুক, অ্যামেরিকায় করোনার প্রকোপ অব্যাহত। এখনও পর্যন্ত ২০০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত অন্তত ১৩ হাজার মানুষ। ক্যালিফোর্নিয়া লক ডাউন ঘোষণা করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার সকালে জানিয়েছে, গোটা বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন দুই লক্ষ ৪০ হাজার। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে নয় হাজার ৮০০ লোকের। এরই মধ্যে অস্ট্রেলিয়া সামাজিক দূরত্ব বা সোশ্যাল ডিসট্যান্সিং-এর নতুন নিয়ম চালু করতে চলেছে। নিষেধাজ্ঞা জারি হচ্ছে সমস্ত রকম জমায়েতে। শ্রীলঙ্কায় আড়াই দিনের কার্ফু ঘোষিত হয়েছে। 

এরই মধ্যে শুক্রবার গ্রিস থেকে জাপানে পৌঁছেছে অলিম্পিকের মশাল। অলিম্পিক নিয়ে গত কয়েক দিন ধরেই বিতর্ক হচ্ছে। জাপান এবং অলিম্পিক কমিটি বার বার বলছে, ঠিক সময়েই শুরু হবে অলিম্পিক। কিন্তু বহু দেশ দাবি করছে, করোনার এই ভয়াবহ সময়ে পিছিয়ে দেওয়া হোক অলিম্পিক। আগামী ২৪ জুলাই থেকে জাপানে অলিম্পিক শুরু হওয়ার কথা।

বৃহস্পতিবারই চীন জানিয়েছিল, সেখানে নতুন করে আর করোনা ভাইরাসের সংক্রমণ হয়নি। কিন্তু শুক্রবার দেশের সরকারি গণমাধ্যম জানিয়েছে, অন্তত ৩৯ জনের শরীরে নতুন করে করোনার সংক্রমণ মিলেছে। তবে চীনের দাবি আক্রান্ত সকলেই বিদেশি। বাইরে থেকে করোনার জীবাণু নিয়ে তাঁরা চীনে পৌঁছেছেন। অন্য দিকে মিশর, ফিলিপাইন্ড এবং ইন্দোনেশিয়া বিদেশিদের দেশে ঢোকার ক্ষেত্রে চরম সতর্কতা জারি করেছে। মিশর দেশের সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। ইন্দোনেশিয়ার বালিও একই ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করছে।

ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানে করোনা ভাইরাস দ্রুত ছড়াচ্ছে। বাংলাদেশে এখনও পর্যন্ত এক জনের মৃত্যু হয়েছে। ভারতে মৃতের সংখ্যা পাঁচ। পাকিস্তানেও মোট আক্রান্ত চারশো ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে এক জনের।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)