1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খুদ-কুঁড়া দিয়ে বানানো ৩২ বস্তা ভেজাল মশলাসহ ব্যবসায়ী আটক

৭ এপ্রিল ২০২৩

ফেনীতে চালের খুদ ও ধানের কুঁড়ায় রঙ মিশিয়ে হলুদ, মরিচসহ বিভিন্ন ধরনের গুঁড়া মসলা তৈরি হচ্ছিল৷ অভিযান চালিয়ে এমন দেড় হাজার কেজি ভেজাল গুঁড়া মসলাসহ একজনকে আটক করেছে র‌্যাব৷

https://p.dw.com/p/4PoSE
ছবি: Mortuza Rashed/DW

বুধবার মধ্যরাতে শহরের একটি কারখানায় অভিযান চালানো হয় বলে র‌্যাব-৭ ফেনীর কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান৷

আটক সাঈদ হোসেনের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার ছাড়াইতকান্দি এলাকায়৷

র‌্যাব জানায়, ভেজাল মসলা তৈরির গোপন সংবাদে ফেনী শহরের তাকিয়া রোডের রামপুর শিশু একাডেমি সংলগ্ন বিসমিল্লাহ মিলে অভিযান চালানো হয়৷

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাঈদ হোসেন নামে ওই ভেজাল মসলা কারবারীকে আটক করা হয়৷ পরে তাকে নিয়ে তল্লাশি চালিয়ে কারখানা থেকে প্লাস্টিকের ৩২টি বস্তায় দেড় হাজার কেজি ভেজাল রঙ ও খুদমিশ্রিত হলুদ-মরিচের গুঁড়া জব্দ করা হয়৷

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাঈদ হোসেন দীর্ঘদিন ধরে চালের খুদ, ধানের কুঁড়ায় রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল মসলা তৈরি করছিলেন বলে স্বীকার করেন৷

আটক সাঈদকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)