1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজউত্তর অ্যামেরিকা

গর্ভনিরোধক ওষুধ নিয়ে মার্কিন আদালতের বিতর্কিত রায়

১৭ আগস্ট ২০২৩

বহুল প্রচলিত গর্ভনিরোধক ওষুধ মিফেপ্রিস্টন বিক্রি নিয়ে বিতর্কিত রায় দিয়েছে একটি স্থানীয় আদালত। মামলাটি গড়ালো সুপ্রিম কোর্টে।

https://p.dw.com/p/4VG2V
গর্ভনিরোধক ওষুধ
অ্যামেরিকায় গর্ভনিরোধক ওষুধ নিয়ে বিতর্কছবি: Evelyn Hockstein/REUTERS

অ্যাবরশন বা গর্ভপাত নিয়ে বিতর্ক চলছে, তারই মধ্যে গর্ভনিরোধক ওষুধ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে অ্যামেরিকায়। নিউ অরলিনসের ফিফথ ইউএস সার্কিট কোর্ট সম্প্রতি যে রায় দিয়েছে, তা নিম্ন আদালতের রায় খণ্ডন করলেও বিতর্ক থামাতে পারেনি।

এর আগে নিম্ন আদালত বলেছিল, ওষুধটি বাজার থেকে সরিয়ে নিতে হবে। আপিল আদালত জানিয়েছে, ওষুধটি বিক্রি হলেও তার ব্যবহার যথেষ্ট কমিয়ে ফেলতে হবে। গর্ভধারণের সাত মাস পর্যন্ত এই ওষুধ ব্যবহার করা যেতে পারে চিকিৎসকের নির্দেশ মেনে। চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ ব্যবহার না করাই ভালো বলে জানিয়েছে আদালত।

আদালতের রায় অবশ্য এখনই কার্যকর হচ্ছে না। মামলাটি এবার সুপ্রিম কোর্টে গেছে। সেখানে শুনানি শেষ হওয়ার পরেই ওষুধটির বিক্রি নিয়ে চূড়ান্ত রায় জানা যাবে।

নারী অধিকার নিয়ে যারা আন্দোলন করেন তাদের বক্তব্য, আদালতের সাম্প্রতিক রায় নারী অধিকারের বিরোধী। গর্ভপাত নিয়ে দীর্ঘদিন ধরেই তারা আন্দোলন করছেন। গর্ভপাত নারীর অধিকার বলে তাদের দাবি।

বিশেষজ্ঞদের বক্তব্য, ওষুধ প্রস্তুকারক সংস্থা এবং মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ সংস্থাকে আদালত এই ওষুধটি বিষয়ে একাধিক প্রশ্ন করেছিল। অভিযোগ, এফডিএ সব প্রশ্নের জবাব দিতে পারেনি। ফলে ওষুধটি কতটা নিরাপদ, তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠে এসেছে। সেই প্রশ্নগুলিকে সামনে রেখেই আদালত সাম্প্রতিক রায়টি দিয়েছে বলে বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য। ওষুধ প্রস্তুকারক সংস্থা অবশ্য প্রকাশ্যে এবিষয়ে কোনো কথা এখনো বলেনি।

এসজি/জিএইচ (এপি, রযটার্স)