1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঝড় আর শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জার্মানির একাংশ

২৩ জুন ২০২৩

গভীর নিম্নচাপের কারণেই এই ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি বিপর্যস্ত হেসেন।

https://p.dw.com/p/4Sy10
জার্মানিতে ঝড়-বৃষ্টি
ছবি: Sebastian Schmitt/dpa/picture alliance

ঝড়-বৃষ্টি-শিলাবৃষ্টি একসঙ্গে। যার জেরে মধ্য জার্মানির বিস্তীর্ণ অঞ্চল বিপর্যস্ত। কোথাও বন্যা পরিস্থিতি, কোথাও বা শিলা পড়ে ক্ষতি হয়েছে বাড়ি এবং গাড়ির। কোথাও আবার ঝড়ের দাপটে রাস্তায় গাছ ভেঙে পড়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে দূরপাল্লার রেল চলাচল।

হেসেনে ঝড়-বৃষ্টির কারণে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন জায়গায় জল জমে গেছে। রাস্তার উপর গাছ ভেঙে পড়েছে বেশ কিছু এলাকায়। বিপর্যয় মোকাবিলা কর্মীরা কাজে নামলেও কখন গাড়ি চলাচল স্বাভাবিক হবে, তা এখনো স্পষ্ট নয়।

ফ্রাঙ্কফুর্ট এবং হ্যানোভারের ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে বার্লিন এবং হামবুর্গের মধ্যবর্তী রেল যোগাযোগও। বহু জায়গায় মাঝ রাস্তায় ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। ফলে যাত্রীরা ট্রেনেই আটকে পড়েছেন। সারা রাত ট্রেনে কাটাতে হয়েছে অনেকে।

শিলা পড়ে বহু গাড়ি নষ্ট হয়েছে। গাড়ির উপর গাছ পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রাইন অঞ্চলেও ভারী বৃষ্টির পূর্বাভাস ঘোষণা করা হয়েছে। নিম্নচাপের কারণেই এই বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। রাইন অঞ্চল থেকে ওইনিম্নচাপ লোয়ার স্যাক্সনি এবং হামবুর্গের দিকে ঘুরবে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ওই অঞ্চলে পৌঁছানোর পর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়বে।

বৃহস্পতিবার ঝড়ের গতিবেগ ছিল প্রায় ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। যে শিলা পড়েছে, তার আয়তন পাঁচ সেন্টিমিটারের কাছাকাছি।

শুধু জার্মানি নয়, আগামী কয়েকদিন নিম্নচাপের কারণে ইউরোপের একাধিক জায়গায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জলবায়ু পরিবর্তন এই ধরনের ঝড়ের অন্যতম কারণ বলে মনে কার হচ্ছে।

ডিপিএ জানিয়েছে, হাওয়া অফিসের বক্তব্য, ভূমধ্যসাগরে এই নিম্নচাপটি তৈরি হয়েছিল। স্পেন এবং ফ্রান্সেও ব্যাপক ঝড়বৃষ্টির আশঙ্কা আছে। এই নিম্নচাপের কারণে বৃষ্টিপাত আরো বাড়বে। ফলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও আছে।

এসজি/জিএইচ (ডিপিএ)