1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রেনের চাপায় ৩ শিশু শিক্ষার্থীর মৃত্যু

৯ মার্চ ২০২২

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর লেভেল ক্রসিংয়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেনে কাটা পড়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে৷

https://p.dw.com/p/48Cnq
প্রতীকী ছবিছবি: DW/M. Rahman

এই দুর্ঘটনাটি বুধবার দুপুর ১২টার দিকে ঘটার পর থেকে বিক্ষুব্ধ জনতা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছে বলে  লাকসাম রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন খন্দকার ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন৷

নিহত লিমা আক্তার, তাসফিয়া আক্তার ও মিম আক্তার বিজয়পুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী৷ ওসি মো. জসিম উদ্দিন ঘটনাস্থলে আছেন জানিয়ে বলেন ‘‘আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি ৷’’

এছাড়া গতকালও রাজধানীর মগবাজারের পেয়ারাবাগে চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে৷ মঙ্গলবার সকালে ২০ বছর বয়সি মো. রবিন নামের ওই যুবক মোবাইল কানে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় চলন্ত একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় ৷ পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

২০১৯ সালের ছবিঘরটি দেখুন