1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ

২৪ মে ২০২২

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে৷

https://p.dw.com/p/4BmOf
ফাইল ফটোছবি: bdnews24.com

কিছুদিন আগে ছাত্রদলের এক কর্মী প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলকে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্রলীগ৷

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের গেটের বাইরে দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ঢিল ছোড়াছুড়ি চলে৷

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদল কর্মীরা সকাল সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের গেইট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করার সময় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাধা দেয় ছাত্রলীগ কর্মীরা৷

জগন্নাথ হল ও এস এম হল ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিলে ছাত্রদলের কর্মীরা ঢাকা মেডিকেলের বহির্বিভাগে অবস্থান নেয়৷ এ সময় দুই পক্ষই ঢিল ছুড়তে থাকে৷ পরে পুলিশ এসে ছাত্রদলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়৷

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘কিছুদিন যাবত ছাত্রদলের নেতারা ক্যম্পাসের পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা করছিল৷ সুশৃঙ্খল ক্যম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল৷  আজকে তাদের এই কয়েক দিনের নানা ধরনের উসকানির প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা৷ আমরা এই প্রতিবাদকে স্বাগত জানাই৷’’

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আকতার হোসেনের অভিযোগ, তাদের মিছিলে হামলা চালিয়ে বেশ কয়েকজন কর্মীকে আহত করেছে ছাত্রলীগ৷

‘‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করার জন্য আমরা নেতাকর্মীদের নিয়ে ঢাকা মেডিকেল থেকে রওনা হই৷ কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মী নানা ধরনের দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে৷ আমাদের ২০-২৫ জন আহত হয়েছে৷ আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই৷’’

এদিকে সংঘর্ষের বিষয়ে শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার বিডিনিউজকে বলেন, ‘‘কিছুদিন আগে ছাত্রদলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন, এজন্য ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলকে অবাঞ্ছিত ঘোষণা করে৷

‘‘আজ সকালে ঢাকা মেডিকেলের বহির্বিভাগ থেকে ছাত্রদলের একটি মিছিল শহীদ মিনারে এলে ছাত্রলীগ তাদের ধাওয়া করে৷ তখন দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা পাল্টা হয়৷’’ বর্তমানে পরিস্থিতি শান্ত আছে বলে জানান ওসি মওদুত হাওলাদার৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য