1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দিনভর ঢাকায় ভোটের চিত্র যেমন দেখেছেন ডয়চে ভেলের সংবাদকর্মীরা

৭ জানুয়ারি ২০২৪

ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্রে ঘুরছেন ডয়চে ভেলের সাংবাদিকরা৷ বেশিরভাগ কেন্দ্রেই ভোটার উপস্থিতি অনেক কম দেখেছেন তারা৷ তবে উত্তরা এবং জুরাইনে হেভিওয়েট কেন্দ্রের বাইরে মানুষের উপস্থিতি ও উৎসাহ লক্ষ্য করা গেছে৷

https://p.dw.com/p/4awJd
ঢাকার বেশিরভাগ কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি অনেক কম৷
ঢাকার বেশিরভাগ কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি অনেক কম৷ ছবি: Mortuza Rashed/DW

সকালের দিকে ঢাকার বিভিন্ন কেন্দ্রে ঘুরে মিশ্র চিত্র দেখতে পেয়েছেন ডয়চে ভেলের সংবাদকর্মীরা৷ তবে বেশিরভাগ কেন্দ্রেই ভোটার উপস্থিতি কম ছিল৷ কোথাও কোথাও কেন্দ্রের সামনে ভিড় বা লম্বা লাইন লক্ষ্য করা গেলেও ভোটের হার ছিল কম৷ 

মোহাম্মদপুরের দুইটি কেন্দ্র

ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীন এবং সাংবাদিক আরাফাতুল ইসলাম সকালে মোহাম্মদপুরের ভোটকেন্দ্রগুলোর পরিস্থিতি ঘুরে দেখেন৷ ভোটকেন্দ্রে যাওয়ার পথে একাধিক ভোটারের সঙ্গে কথা বলেন তারা৷ বেশিরভাগ ছিলেন জেনেভা ক্যাম্পের সদস্য৷ তাদের অনেকেই কমলা টুপি পরে নৌকার প্রতীকসহ ভোটকেন্দ্রে ভোট দিতে যাচ্ছিলেন৷

ভোটার কার্ড হয়নি এমন কয়েকজন তরুণ জানান, তারা ভোটকেন্দ্রে যেতে মানুষকে সাহায্য করছেন৷ তাদের গলায় নৌকার প্রতীকের কার্ড দেখা গেছে৷

মোহাম্মদপুরে একটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ লিয়াকত আলী বলেন, সেখানে মোট ভোটার তিন হাজার ৬৮০ জন৷ তবে সকাল ১০টা পর্যন্ত ৯২টি ভোট পড়েছে বলেই জানান তিনি৷ নৌকা ছাড়াও ফুলের মালা, একতারা প্রতীকের প্রতিদ্বন্দ্বী রয়েছেন সেখানে৷

আরেকটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জানান, সকাল ১০টা পর্যন্ত ১৫৫টি ভোট পড়েছে৷

উত্তরার পরিস্থিতি

সকাল ১১.৪৫ মিনিট নাগাদ উত্তরার একটি কেন্দ্রে জমজমাট কেটলির প্রতীকের এজেন্টদের সঙ্গে কথা বলেন খালেদ মুহিউদ্দীন৷ একজন ভোটার বলেন, ভোট দেবেন কি না এখনও তিনি চিন্তা করছেন। স্বতন্ত্র প্রার্থী মো খসরু চৌধুরীর এক সমর্থক বলেন, ‘‘নির্বাচনে অংশ না নিলে আমরা ক্ষতিগ্রস্ত হবো৷ নির্বাচনে দলবল নির্বিশেষে সবাইকে সমর্থন করতে হবে৷''

জাতীয় পার্টির প্রার্থীর এজেন্টরাও ছিলেন সেখানে৷ উত্তরার এই অংশে ভোটকেন্দ্রের বাইরে ভোটের আমেজও লক্ষ্য করা গেছে৷ উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এক নারী ভোটার বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন তারা৷

তবে সেখানে একটি বুথের সহকারী প্রিসাইডিং অফিসার সজল শিকদার বলেন, তার বুথে ৪৭৬ নারী ভোটারের মধ্যে ১২টা ৫ মিনিট পর্যন্ত মাত্র তিনটে ভোট পড়েছে৷ আরেকটি বুথে ৪৩১ জন ভোটদাতার মধ্যে ১২টা ৫ পর্যন্ত মাত্র তিন জন ভোট দিয়েছেন৷

আরেক সহকারী প্রিসাইডিং অফিসার ইয়াসমিন আখতার বলেন, একটা বুথে ৪৩১ জনের মধ্যে ৯ জন ভোট দিয়েছেন৷ আরেক বুথে ৪৫০ জন ভোটারের মধ্যে ১১ জন ভোট দিয়েছেন বলে জানান আরেক সহকারী প্রিসাইডিং অফিসার৷

কেন্দ্র নম্বর পাঁচে ১৬৪৯ জন ভোটারদের মধ্যে ১২টা ১০ পর্যন্ত মোট ৩৩ জন ভোট দিয়েছেন বলে জানান সেখানকার প্রিসাইডিং অফিসার সুলতান উদ্দিন৷ শীত এবং ছুটির দিন বলে সকালে ভোট কম ছিল বলে ধারণা তার। তিনি মনে করেন, ৫০ শতাংশ পর্যন্ত ভোট পড়বে৷

বনানীর ভোটাররা কোথায়

ডয়চে ভেলে বাংলার সাংবাদিক হারুন উর রশীদ স্বপন সমীর কুমার দে সকাল ১১টা নাগাদ ছিলেন বনানী এলাকার ভোটকেন্দ্র টি অ্যান্ড টি বয়েজ হাই স্কুলে৷ এই স্কুলের ভোটকেন্দ্রের আয়তন বিশাল হলেও ভোটার সেভাবে চোখে পড়েনি৷

এই আসনে আওয়ামী লীগের পাশাপাশি বেলুন, টেলিভিশন, কূলা, আম, একতারা প্রতীকের প্রার্থীরা ভোটে দাঁড়িয়েছেন৷ এক সহকারী প্রিসাইডিং অফিসার জানান ৫২২ জন ভোটারের মধ্যে ভোট শুরুর প্রথম একঘণ্টায় ছয় জন নারী ভোটার ভোট দিয়েছেন৷ নুরুল ইসলাম নামে আরেক অফিসার জানান, দুই হাজার ৩৫২ জন ভোটার থাকলেও মোট ভোটারের উপস্থিতি কম বলেই মনে হয়েছে তার৷ এক ঘণ্টায় এক শতাংশ মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি৷

বনানী বিদ্যানিকেতনের একটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জাহাঙ্গির আল আজাদ বলেন, তার কেন্দ্রে ২৪৮৭ পুরুষ ভোটার রয়েছেন৷ সেখানে সকাল ১১টা নাগাদ মোট ৫০-৬০টি ভোট পড়েছে৷

ভোটার কম বলে জানান, পোলিং অফিসার রাশেদ আহমেদও৷ আরেক অফিসার হাসিনা নাজনিন বলেন, ভোটাররা সংখ্যায় অনেকটা কম হলেও পরিস্থিতি ভীতিকর নয়৷

বড় লাইন কিন্তু ভোট কম

শাহীনবাগ সিভিল অ্যাভিয়েশন কলেজের একটি বুথের পোলিং অফিসার সানোয়ার হোসেন৷ ছিলেন রোকসানা পারভীন নামে আরেক অফিসারও৷ তারা বলেন, ভোট শুরুর প্রথম দুই ঘণ্টায় মাত্র ১০ থেকে ১২টা ভোট পড়েছে৷ সেখানকার আরেক বুথে ভোট পড়েছে ২০টি। অথচ এই কেন্দ্রের বাইরে ১০০ থেকে ১৫০ জন ভোটার লাইনে দাঁড়িয়েছিলেন৷ ভোটকক্ষগুলো কিন্তু ফাঁকাই ছিল৷ এমন ছবি ধরা পড়েছে আমাদের সংবাদকর্মী আরাফাতুল ইসলামের ক্যামেরায়৷

একই চিত্র ধানমন্ডিতে

ধানমন্ডির একটি ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার মোহাম্মদ মিরাজ শরীফ বলেন, ৪৩১ জন ভোটার নথিভুক্ত রয়েছেন তার বুথে৷ কিন্তু সকাল ১১.১৫টা পর্যন্ত তার মাত্র ৫টি ভোট পড়েছে৷

৪ নম্বর বুথে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ রাজীব হাসান বলেন, ৪৬৭ জনের মধ্যে ১১.২০ মিনিট পর্যন্ত ১৩ থেকে ১৪ জন ভোট দিয়েছেন৷ ধানমণ্ডী এলাকায় একটু ধীরে ভোটার আসেন বলে জানান তিনি৷

ভোটকেন্দ্রের এক প্রিসাইডিং কর্মকর্তা ড. মোহাম্মদ রোবিউল হোসেইন পাটোয়ারি বলেন, সেখানে মোট ভোটার তিন হাজার ১৬১ জন। সকাল ১১.২০ মিনিট পর্যন্ত ভোট পড়েছে ৯৫টি৷ নৌকার এজেন্ট থাকলেও আর কাউকে ইস্যু করা যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

এখানে বেশিরভাগ বুথই ফাঁকা ছিল।

জুরাইনে উৎসাহীদের লাইন

হেভিওয়েট প্রার্থীদের এই কেন্দ্রে উৎসাহী মানুষের প্রচুর ভিড় ছিল৷ ঈগল, ট্রাক, ঘড়ি, সোনালি হাঁস, ছড়ি, লাঙ্গলসহ একাধিক প্রতীকের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন জুরাইনে৷ ডয়চে ভেলে বাংলার প্রতিনিধি সমীর কুমার দে ও হারুন উর রশীদ স্বপন কথা বলেন একটি বুথের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এম হোসেনের সঙ্গে৷ ৫০৩ ভোট রয়েছে তার বুথে৷ সকাল ১১.৩২ মিনিট ৯৯টি ভোট পড়েছে বলে জানান তিনি৷

জুরাইনের আরেক বুথের সহকারী প্রিসাইডিং অফিসার বলেন, ‘‘সকাল ১১.৩৭ মিনিট পর্যন্ত ১৪৩টি ভোট পড়েছে৷ মোট ৫৭৬ ভোটদাতা রয়েছেন তার বুথে। এই বুথে কোনোরকম বিশৃঙ্খলা নেই৷''

মিরপুরের ভোটদানে উৎসাহ কতটা

মিরপুরের একটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার পীযুষ কুমার বণিক জানান, তার কেন্দ্রে ১২টা পর্যন্ত ২৮৮২ জন ভোটারদের মধ্যে ৭৫১ জন ভোটার দিয়েছেন মিরপুরের কেন্দ্রে। এখানকার ভোটদাতারা বেসামরিক নাগরিক। ঢাকার অন্য জায়গার তুলনায় এখানে অনেক বেশি ভোট পড়েছে। তরুণ ভোটারদের লাইনও চোখে পড়েছে। আরেক প্রিসাইডিং অফিসার একএম শাহীদ হুসেন ফারুক বলেন সেনাবাহিনীতে কর্মরত ভোটাররা সাধারণত কম ভোট দেন। বেলা ১২টা পর্যন্ত দুই হাজার ৩৪ জনের মধ্যে ৭০ জন ভোট দিয়েছেন।

মিরপুরের আরেক বুথের অফিসার বলেন, বিকাল ৩.৩৫ মিনিট পর্যন্ত ২০ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে। অন্য একটি বুথের অফিসার মোহাম্মদ আসলাম আলী খন্দকার বলেন, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। ঢাকা ১৪ আসনে সবথেকে বেশি প্রার্থী। তবে সবার তরফে পোলিং এজেন্ট ছিল না। তার কেন্দ্রে দুপুর দুইটা পর্যন্ত ভোট পড়েছে ৫১৯ জন। এই কেন্দ্রে মোট ভোটার ২৮৭৭ জন। দেড়টা থেকে দুইটা পর্যন্ত সবথেকে বেশি ভোট পড়েছে বলে জানান তিনি।

আমিনবাজারের একটি কেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসার আসিবুল ইসলাম বলেন ৪২৯ জনের মধ্যে ৭৪ জন ভোট দিয়েছে। আরেক কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ লুৎফর রহমান বলেন ভোটার ছিল ২৬২৭ জন, তবে দুইটা অবধি ভোট পড়েছে ৪৬০টা। তিনি বলেন, ''ভোটারের উপস্থিতি একটু কম। হয়তো জনগণ সম্পৃক্ত হয়নি।হয়তো সকল রাজনৈতিক দল থাকলে সেটা হতে পারত।''

 

আরকেসি/এফএস