1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দিনাজপুর বোর্ডে প্রশ্ন ফাঁসের ঘটনায় তদন্ত শুরু

২২ সেপ্টেম্বর ২০২২

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা খতিয়ে দেখতে কাজ শুরু করেছেন তদন্ত কমিটির সদস্যরা৷

https://p.dw.com/p/4HBKk
১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলা হয় ভুরঙ্গমারী থানায়ছবি: Mortuza Rashed /DW

তদন্ত শেষে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেবে বলে জানান শিক্ষা বোর্ডের চেয়ারম্যান৷

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলাম জানান, বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ফরাজউদ্দিনকে প্রধান করে বুধবার রাতে তিন সদস্যের এই কমিটি করা হয়েছে৷ কমিটির সদস্যরা আজ সকালে কাজও শুরু করেছেন৷

তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ- পরীক্ষা নিয়ন্ত্রক হারুনুর রশিদ এবং রংপুর বিভাগের মাধ্যমিক শিক্ষার উপ পরিচালক মো. আখতারুজ্জামান৷ 

মঙ্গলবার দুপুরে ভুরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ থেকে প্রশাসনের কর্মকর্তারা এসএসসির চারটি বিষয়ের প্রশ্নপত্র উদ্ধার করেন৷ এরপর রাতে গ্রেপ্তার করা হয় প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান, ইংরেজির শিক্ষক আমিনুর রহমান রাসেল এবং চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত শিক্ষক জুবায়ের হোসাইনকে৷

চারজন শিক্ষকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলাও হয় ভুরঙ্গমারী থানায়৷ এ পরিস্থিতিতে দিনাজপুর শিক্ষা বোর্ডর গণিত, কৃষিশিক্ষা, পদার্থবিজ্ঞান ও রয়ায়ন পরীক্ষা স্থগিত করার ঘোষণা আসে বুধবার৷

শিক্ষা সচিব আবু বকর বুধবার সাংবাদিকদের বলেছেন, ভুরুঙ্গামারীর ঘটনায় যারাই জড়িত থাক, কাউকে ছাড় দেওয়া হবে না৷

প্রশ্ন ফাঁসের কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডে স্থগিত হওয়া এসএসসির চার বিষয়ের পরীক্ষা নেওয়া হবে আগামী ১০ থেকে ১৩ অক্টোবরের মধ্যে৷

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১০ অক্টোবর গণিত, ১১ অক্টোবর কৃষি বিজ্ঞান, ১২ অক্টোবর পদার্থ বিজ্ঞান ও ১৩ অক্টোবর রসায়নের পরীক্ষা নেয়া হবে৷

এপিবি/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)