1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুদ্ধ পূর্ণিমার অনাড়ম্বর আয়োজন

৬ মে ২০২০

করোনা মহামারির এ সময়ে জনসমাগম এড়াতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এবার ঘরে থেকেই তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপন করছেন৷

https://p.dw.com/p/3bqj7
ফাইল ছবিছবি: Reuters/A. Dave

বৌদ্ধদের বিশ্বাস, খ্রিস্টপূর্ব ৬২৩ অব্দের এ দিনে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন, ৫৮৮ খ্রিস্টপূর্বাব্দের এ দিনে তিনি বোধিলাভ করেন এবং ৫৪৩ খ্রিস্টপূর্বাব্দের এ দিনে তিনি নির্বাণ লাভ করেন৷

সিদ্ধার্থের বুদ্ধত্বলাভের মধ্য দিয়েই বৌদ্ধধর্ম প্রবর্তিত হয়৷ তার আবির্ভাব, বোধি লাভ ও নির্বাণ- তিন ঘটনাই বৈশাখী পূর্ণিমার দিনে ঘটেছিল বলে একে বলা হয় ‘বুদ্ধ পূর্ণিমা’৷

বৌদ্ধ দর্শনের মূল লক্ষ্য সত্যকে উপলদ্ধি করে দুঃখমুক্তি৷ বুদ্ধের শিক্ষা- মানুষ কর্মের অধীন, জগতে কর্মই সব৷ যার যেমন কর্ম, তিনি ফলও পাবেন তেমন৷ এ দর্শনের মূলমন্ত্র- ‘সব্বে সত্তা সুখিতা ভবন্তু', অর্থাৎ জগতের সকল প্রাণী সুখী হোক৷

শ্রীলঙ্কা

বৌদ্ধ অধ্যুষিত দেশ শ্রীলঙ্কায় ভেসাক পয়া বা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে একদিন আগে তিনটি স্মারক ডাকটিকেট উন্মোচন করেন প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাকসে৷ এছাড়া, ৪ মে থেকে ১১ মে কে ভেসাক সপ্তাহ ঘোষণা করেছে৷ এই সময়ে মদের দোকান, ক্যাসিনো এবং মাংসের দোকান সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷

দেশটির কমিশনার জেনারেল অব বুদ্ধিস্ট অ্যাফেয়াস সুনান্দা কারিয়াপপেরুমা করোনা ভাইরাস মহামারির কারণে এবছর দেশবাসীকে ঘরে থেকে ভেসাক উৎসব উদযাপনের আহ্বান জানিয়েছেন৷ দেশটিতে ৬, ৭ এবং ৮ মে ভেসাক উৎসব পালন করা হবে৷

শ্রীলঙ্কায় সাধারণ অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে ভেসাক পোয়া বা বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়৷ এ বছর প্রধানমন্ত্রীর কার্যালয়ে হাতেগোণা কয়েকজনকে আমন্ত্রণ জানানো হয়েছে৷

‘স্বাস্থ্য হলো সর্বশ্রেষ্ঠ সম্পদ- সুখ হলো চিরস্থায়ী সম্পদ’ স্লোগানে এ বছর দেশটিতে ভেসাক উৎসব পালিত হচ্ছে৷ ভেসাক উপলক্ষে দেশজুড়ে কারাবন্দিদের মুক্তি দেওয়া হয়েছে৷

থাইল্যান্ড

করোনা ভাইরাস মহামারির কারণে থাইল্যান্ডেও এবার বৌদ্ধধর্মাবলম্বীদের ঘরে থেকে বিশাখা বুচা বা বুদ্ধ পূর্ণিমা উদযাপন করতে বলা হয়েছে৷ দেশটির কালচারাল ডিপার্টমেন্ট অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স মন্ত্রণালয় থেকে একটি ফেসবুক পাতা খোলা হয়েছে৷ যেখানে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা ও বিকাল সাড়ে ৫টায় গৌতম বুদ্ধের উপদেশ বাণী শোনানোর আয়োজন করা হয়েছে৷ দেশবাসীকে এবার ঘরে বসে বুদ্ধের বাণী শোনার এবং প্রার্থনার আহ্বান জানানো হয়৷

থাইল্যান্ডের প্রাচীনতম দুইটি মঠের একটি ব্যাংককের ‘ওয়াট বোঅন’৷ জনসমাগম এড়াতে এবার মঠ কর্তৃপক্ষ তাদের ফেসবুক পাতায় বুদ্ধ পূর্ণিমার প্রার্থনা ও পূজা সরাসরি সম্প্রচার করবেন৷ ভক্তদের বাড়িতে বসে তা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে৷ স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় প্রার্থনা শুরু হবে, মঠটির ইতিহাসে এই প্রথম অনলাইনে তা সরাসরি সম্প্রচারে উদ্যোগ নেওয়া হয়েছে৷ তারপর মন্দিরের অডিটোরিয়াম থেকে রাত নয়টায় বুদ্ধের উপদেশ বাণী শোনানো শুরু হবে, যা একটানা বৃহস্পতিবার ভোর পর্যন্ত চলবে৷ এ অনুষ্ঠানও মন্দিরের ফেসবুক পাতায় সরাসরি সম্প্রচার করা হবে৷   

বাংলাদেশ

বাংলাদেশ সরকার দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের জনসমাগম এড়িয়ে এবছর যার যার বাড়িতে পরিবারের সঙ্গে বুদ্ধ পূর্ণিমা উদযাপনের আহ্বান জানায়৷

বুধবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশসহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের মৈত্রীময় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন৷

বুদ্ধ পূর্ণিমা সবার জন্য অনাবিল শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক- এমন প্রত্যাশা রেখে রাষ্ট্রপতি হামিদ বলেন, ‘‘বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাসের সংক্রমণে সৃষ্ট মহামারীর ফলে এ বছর বুদ্ধ পূর্ণিমা ভিন্ন প্রেক্ষাপটে উদযাপিত হবে৷ আমি বৌদ্ধ ধর্মাবলম্বী সকলকে নিজ নিজ ঘরে পরিবার পরিজনদের সাথে এ উৎসব উদযাপনের আহ্বান জানাচ্ছি৷’’

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ৷ গৌতম বুদ্ধের আদর্শ ধারণ ও লালন করে সবাই বাংলাদেশকে শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবেন- এই প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী৷

দেশটিতে এ বছর বিহারে অবস্থানরত ভিক্ষুরাই কেবল ধর্মীয় অনুষ্ঠান, পূজা, বন্দনা, সূত্রপাঠসহ ধর্মীয় কার্যাবলী সম্পন্ন করবেন৷ অন্যরা নিজ নিজ বাড়িতে থেকে ধর্মীয় কাজ সারবেন৷

 আন্তর্জাতিক ভেসাক দিবস

ভেসাক ডে আন্তর্জাতিকভাবে স্বীকৃত৷ এবছর ভেসাক ডে-র বাণীতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘‘যারা আন্তর্জাতিক ভেসাক ডে উদযাপন করছেন তাদের সবার জন্য আমার উষ্ণ শুভেচ্ছা৷ বিশ্বের লাখ লাখ বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এটা অত্যন্ত পবিত্র ‍অনুষ্ঠান৷’’

এসএনএল/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)