1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচনী সমাবেশে জার্মান রক্ষণশীল নেতা আহত

৫ অক্টোবর ২০২৩

নির্বাচনী সমাবেশে ‘সহিংস ঘটনায়' জার্মানির অতি ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি বা এএফডির নেতা টিনো ক্রুপাল্লা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন৷ ঘটনাটি ঘটেছে বুধবার, বাভেরিয়া রাজ্যের ইনগোলস্টাড শহরে৷

https://p.dw.com/p/4X9ZE
এএফডির কো-চেয়ারপার্সন আলিস ভাইডের সঙ্গে টিনো ক্রুপাল্লা (বাঁ দিকে)
এএফডির কো-চেয়ারপার্সন আলিস ভাইডের সঙ্গে টিনো ক্রুপাল্লা (বাঁ দিকে)ছবি: Klaus-Dietmar Gabbert/dpa/picture alliance

ক্রুপাল্লা এএফডির শীর্ষ দুই নেতার একজন৷ জার্মানির দক্ষিণের রাজ্য বাভেরিয়ার আগামী রোববারের নির্বাচনকে সামনে রেখে বুধবার ইনগোলস্টাড শহরে তিনি সমাবেশ করছিলেন৷ বিকেল সাড়ে চারটার দিকে সমাবেশের এক পর্যায়ে হঠাৎ পড়ে যান তিনি৷ তারপর তাকে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়৷ পরে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়৷

তার অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন এএফডির একজন মুখপাত্র৷

একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনার সময় এএফডি নেতা সমর্থকদের সঙ্গে সেলফি তুলছিলেন৷ এএফডি সূত্রে জানা গেছে, সমাবেশে ক্রুপাল্লার বক্তব্য দেয়ার কথা ছিল৷ তার আগে সমর্থকরা তাকে ঘিরে ধরেন৷

পুলিশ বলছে, তিনি কি অসুস্থ হয়ে পড়েন, না তার ওপর হামলা হয়, তা পরিষ্কার নয়৷

৪৮ বছর বয়সি ক্রুপাল্লা গত চার বছর ধরে অভিবাসন বিরোধী দলটির নেতৃত্ব দিচ্ছেন৷ মঙ্গলবার জার্মান একত্রীকরণ দিবসে দলটির অপর শীর্ষ নেতা অ্যালিস ভাইডেলেরও এক সমাবেশে বক্তব্য দেয়ার কথা ছিল৷ কিন্তু নিরাপত্তাজনিত কারণে তিনি তা বাতিল করেন৷

জেডএ/কেএম (ডিপিএ, এএফপি, এপি)