1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রথম সাফ উইমেন্স ফুটবল চ্যাম্পিয়নশীপ শুরু হচ্ছে কক্সবাজারে

১১ ডিসেম্বর ২০১০

আর মাত্র একদিন, এরপর রবিবার শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই৷ এই প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ উইমেন্স ফুটবল চ্যাম্পিয়নশীপ৷ ভেন্যু বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজার৷

https://p.dw.com/p/QVkr
মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও এখন মেয়েদের ফুটবল জনপ্রিয় হয়ে উঠছেছবি: DW-TV

মাত্র দুই মাস আগেও কক্সবাজার স্টেডিয়ামকে দেখলে চেনা যেত না৷ আর এখন সেখানে সাজ সাজ রব৷ নতুন করে সেজেছে গোটা কক্সবাজার স্টেডিয়াম৷ দক্ষিণ এশিয়ার ইতিহাসে এই প্রথম মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই আগ্রহটাও যেন সবার একটু বেশি৷ পুরো স্টেডিয়াম ছাড়াও কক্সবাজার নগরীতেও লেগেছে এই টুর্নামেন্টের উত্তেজনার ছোঁয়া৷ তাই ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে শহর, এমনটি জানাচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো৷

টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে সার্কভুক্ত আটটি দেশের সবগুলো জাতীয় প্রমীলা দল৷

জানা গেছে, টুর্নামেন্টে অংশ নিতে আরও আগেই ভেন্যুতে হাজির হয়েছেন মালদ্বীপ ও স্বাগতিক বাংলাদেশের ফুটবলাররা৷ অন্যদিকে শুক্রবার ভেন্যুতে এসে পৌঁছেছে ভারত, নেপাল, ভুটান ও শ্রীলংকা৷ আর আজ মানে শনিবার এসে পৌঁছার কথা পাকিস্তান ও আফগানিস্তান দলের৷

এদিকে বাংলাদেশের গ্রুপে পড়েছে ভারত, শ্রীলংকা ও ভুটান৷ ১৩, ১৫ ও ১৭ ডিসেম্বর এই তিনদিনে বাংলাদেশ খেলবে যথাক্রমে শ্রীলংকা, ভুটানের ও ভারতের বিপক্ষে৷ বলাই বাহুল্য যে এবারের টুর্নামেন্টে অন্যতম ফেভারিট ভারত এবং নেপাল৷ তবে স্বাগতিক হিসেবে বাংলাদেশের প্রমীলা ফুটবলররাও পিছিয়ে থাকতে চাইবে না৷ তাই গ্রুপ পর্যায়ে শ্রীলংকা ও ভুটানের বিরুদ্ধে জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা৷

এদিকে রবিবারের উদ্বোধনীতে থাকছেন ফিফা ও এএফসির মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান ও থাই ফুটবল ফেডারেশনের সভাপতি ওরাবী মাকুদি৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আরাফাতুল ইসলাম