1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বাংলাদেশে এখনো অনেক শিশু অধিকার-বঞ্চিত’

সমীর কুমার দে ঢাকা
২৮ এপ্রিল ২০২৩

বাংলাদেশে শিশুদের অধিকার কতটুকু নিশ্চিত হয়েছে? ঘরে, ঘরের বাইরে কোন কোন অধিকার নিশ্চিত করা জরুরি? এসব নিয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন এসওএস চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশের জাতীয় পরিচালক ড. মো. এনামুল হক৷

https://p.dw.com/p/4QgZI
এসওএস চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশের জাতীয় পরিচালক ড. মো. এনামুল হক৷
এসওএস চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশের জাতীয় পরিচালক ড. মো. এনামুল হকছবি: privat

ডয়চে ভেলে : আমাদের দেশের শিশুরা আসলে কতটা অধিকার ভোগ করে?

ড. মো. এনামুল হক : যে অর্থে আমরা অধিকার ভোগ বলি, সেখানে আমরা যদি দেশে শিশুদের চিত্রটা দেখি, তাহলে বলবো, অধিকার যতটুকু দেওয়ার কথা, ততটুকু দিতে পারছি না৷ বিশেষ করে আমরা যাদের নিয়ে কাজ করি, সেই এতিম শিশুদের সংখ্যাটা হয়ত আমি বলতে পারবো না৷ তবে আমরা এই শিশুদের অধিকারটা পুরোপুরি দেওয়ার চেষ্টা করি৷ যদি আমি সার্বিক চিত্রের কথা বলি, তাহলে এখনো দেখবো রাস্তা-ঘাটে অনেক শিশু আছে৷ তারা অধিকার-বঞ্চিত হচ্ছে৷ শিশুশ্রম আছে৷ যদিও সংখ্যাটা এখন কমে এসেছে৷ অনেক রকম ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে শিশুরা আছে৷ এসব ক্ষেত্রেও তো শিশুদের অধিকারের লঙ্ঘন হচ্ছে৷ আমরা অন্যান্য সংগঠনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি৷ আমরা চেষ্টা করছি, এগুলোকে সামনে আনতে৷ সবমিলিয়ে আমি বলবো, এখনো অনেক শিশু অধিকার-বঞ্চিত৷  

আমরা তো এখনো দেখছি, শিশুরা সহিংসতার শিকার হচ্ছে৷ এ ব্যাপারে সরকার বা বেসরকারী প্রতিষ্ঠানগুলো কী করছে?

এটা সত্যি যে শিশুরা সহিংসতার শিকার হচ্ছে৷ এজন্য আমরাসহ অনেক বেসরকারী প্রতিষ্ঠান সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে৷ আমরা সরকারী ফোরামে বারবার আলোচনা করেছি, শিশুদের অধিকার বা সুরক্ষার জন্য যদি আলাদা একটা শিশু অধিদপ্তর করা যায়৷ এটা নিয়ে অনেকদিন ধরেই আমরা বলছি৷ সরকারের নীতিনির্ধারকরাও এটা নিয়ে চিন্তা করছে৷ কিন্তু একটু স্লো৷ এখানে আমাদের আরো কিছু করার সুযোগ আছে৷

‘সত্যিকার অর্থেই আগের তুলনায় শিশু মৃত্যুর হার কমছে’

সহিংসতার শিকার হওয়া শিশুদের পাশে আপনারা কীভাবে দাঁড়ান?

এক্ষেত্রে আমরা হয়ত সরাসরি কিছু করতে পারি না৷ তবে অ্যাডভোকেসি করে থাকি৷ পাশাপাশি সচেতনতামূলক কাজগুলো আমরা করি৷ শিশুরা সহিংসতার শিকার হলে তাদের ভবিষ্যতে কী ধরনের প্রভাব পড়তে পারে সেসব বিষয়ে আমরা সচেতনামূলক কাজ করি৷ আমরা রাউন্ড টেবিল করি৷ স্কুলগুলোতেও আমরা আলাপ করি, শিশুরা সহিংসতার শিকার হলে বা যাতে সহিংসতার শিকার না হয় এর জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়৷ এসব নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়েও আমরা কাজ করি৷

অধিকার-বঞ্চিত শিশুদের নিয়ে তো আপনারা কাজ করেন৷ এই মুহূর্তে দেশে কত শিশু অধিকার-বঞ্চিত? পাশাপাশি আপনাদের কাজগুলো কী?

সত্যিকার অর্থে এই মুহূর্তে সংখ্যাটা হয়ত বলতে পারবো না৷ তবে আমরা ১৯৭২ সাল থেকে এতিম শিশুদের নিয়ে কাজ করছি৷ এরাই তো আসলে সবচেয়ে বেশি অধিকার-বঞ্চিত শিশু৷ এই মুহূর্তে ১৫-১৬ হাজার শিশু আমাদের তত্ত্বাবধানে আছে৷ আমরা যে কাজটি করি, একটা শিশুকে পারিবারিক আবহ দিয়ে বড় করা, যাতে সে মায়ের ভালোবাসা পায়, ভাই-বোনের ভালোবাসা পায়৷ সামাজিক বন্ধনের বিষয়টিতে আমরা জোর দেই৷ এই কারণে কমিউনিটি লেভেলে আমরা চেষ্টা করি, বাবা-মায়ের সঙ্গেই যেন সে বড় হতে পারে৷ এছাড়া শিশুদের নিয়ে যেসব প্রতিষ্ঠান কাজ করে, তাদের সঙ্গেও আমরা যৌথভাবে এগুলো নিয়ে কাজ করি৷ আমাদের কাজটা হলো, অধিকার-বঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠা৷ এক্ষেত্রে সরকারের সঙ্গেও আমাদের নিবিড় সম্পর্ক আছে৷

এই শিশুদের আপনারা কীভাবে খুঁজে বের করেন? নাকি কারো মাধ্যমে খবর আসে?

আমরা নিজেরাও খুঁজে বের করি৷ পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের সারাদেশে যে কার্যালয়গুলো আছে তারাও অনেক সময় আমাদের কাছে পাঠান৷ এছাড়া সরকারের যে অর্ফানেজগুলো আছে, যেমন ঢাকায় ছোটমনি নিবাস, বেবি হোম এসব জায়গা থেকেও আমরা শিশুদের পাই৷ আইন-শৃঙ্খলা বাহিনীও আমাদের কাছে পাঠায়৷ আমাদের কাছে বেশ কয়েকটি উদাহরণ আছে৷ কোর্ট থেকে অনেক সময় আমাদের কাছে পাঠানো হয়৷ সম্প্রতি সৌদি আরব থেকে আসা চারটা শিশু আমাদের কাছে দেওয়ার কথা ছিল৷ পরে অবশ্য সরকারের মধ্যস্থতায় তারা পরিবারেই ঠাঁই পেয়েছে৷ আমরা চেষ্টা করি একটা শিশুকে তার পরিবারে রেখেই সাপোর্ট করতে৷ একেবারে যদি কোনো পথ না থাকে তারপর আমরা শিশুটিকে চিলড্রেন ভিলেজে নিয়ে আসি৷ 

পথশিশুদের পুষ্টিহীনতা দূর করার কোনো উদ্যোগ আপনাদের বা সরকারীভাবে আছে?

পুষ্টিহীনতা দূর করতে সরকারের তো বিভিন্ন প্রোগ্রাম আছে৷ বিশেষ করে মিট ডে মিল প্রোগ্রাম৷ এটা খুব সুন্দর একটা প্রোগ্রাম৷ যদিও আমরা এটা অনেক আগে থেকেই করি৷ মিট ডে মিল চালু করার ফলে স্কুল ড্রপ আউট একেবারেই শূন্যের কোঠায় চলে এসেছে৷ আগে যেসব শিশু খাবারের অভাবে স্কুলে যেতে পারত না, মিট ডে মিল প্রোগ্রাম চালু করার ফলে স্কুলে উপস্থিতি অনেক বেড়ে গেছে৷ এটা বেসরকারী প্রতিষ্ঠানগুলোও করছে৷ আমরা এই মুহুর্তে ৬টি এলাকায় ১০ থেকে ১৫ হাজার শিশুর খাদ্য ও শিক্ষার ব্যবস্থা করে যাচ্ছি৷

দেশে শিশু মৃত্যুর হার কি কমছে

সত্যিকার অর্থেই আগের তুলনায় শিশু মৃত্যুর হার কমছে৷ এর অনেকগুলো কারণ আছে৷ আমরা যদি বলি, প্রাইমারি স্বাস্থ্য ব্যবস্থা অনেক ভালো হয়েছে৷ মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে৷ সরকারের ইপিআই প্রোগ্রামটা অনেকবেশি সফল হয়েছে৷ এসব কারণে শিশু মৃত্যুর হার অনেক কম৷ 

দেশে শিশুদের চিকিৎসা-সেবা কি পর্যাপ্ত?

আমি বলবো, এটা আসলে যথেষ্ট নয়৷ যদি ঢাকার কথা বলি, এখানে তো হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান আছে৷ সারাদেশের কথা যদি বলি, তাহলে বলবো, আরো প্রয়োজন৷ শিশু বান্ধব হাসপাতাল আসলে অপ্রতুল৷ 

কিভাবে শিশুদের অধিকার সুরক্ষা করা যায়৷ এ ব্যাপারে সরকার ও বেসরকারী প্রতিষ্ঠানগুলো আর কী করতে পারে?

সবচেয়ে বড় কথা হলো, আমরা ইউনাইটেড নেশন চিলড্রেন রাইটস যে চার্টার সেখানে স্বাক্ষর করেছি৷ আমরা সেই আলোকেই কাজ করছি৷ আসলে সব সময় শিশু সেক্টরটা একটু অবহেলিত সেক্টর মনে হয়৷ আমাদের দেশে জনগণের যে বিশাল সংখ্যা, সেটাকে ম্যানেজ করতে গিয়ে আমরা শিশুদের বিষয়টা অতটা গুরুত্ব দেই না সবসময়৷ সবাই মিলে সমন্বিতভাবে কাজ করতে পারলে এই জায়গাটাতে আমরা উন্নতি করতে পারব৷ বেসরকারী সংস্থাগুলো এককভাবে যে কাজটা করে সেটা যথেষ্ট নয়৷ সকল শিশুকে কাভার করতে গেলে বেসরকারী সংস্থার পাশাপাশি সরকারী প্রতিষ্ঠানের কাজকেও আরও বেগবান করতে হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য