1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাজেট সমস্যা: ভাইস চ্যান্সেলর হাবেকের দুবাই সফর বাতিল

৪ ডিসেম্বর ২০২৩

বাজেট সংক্রান্ত জটিলতার জন্য জার্মানির ভাইস চ্যান্সেলর হাবেক দুবাইয়ের কপ ২৮ সম্মেলনে যোগ দিতে পারছেন না।

https://p.dw.com/p/4ZjgG
জার্মানির ভাইস চ্যান্সেলর ও জাতীয় অর্থনীতি ও জলবাায়ু বিষয়ক মন্ত্রী হাবেক।
বাজেট নিয়ে জটিলতা বেড়েছে। তাই দুবাইয়ে কপ ২৮ সম্মেলনে যাচ্ছেন না হাবেক। ছবি: Melissa Erichsen/dpa/picture alliance

জার্মান চ্যান্সেলর শলৎসই তাকে দুবাই-যাত্রা বাতিল করতে বলেছিলেন।

রোববার সরকারি মুখপাত্র বর্লিনে জানিয়েছেন, জাতীয় অর্থনীতি ও জলবায়ু বিষয়ক মন্ত্রী  ও ভাইস চ্যান্সেলর রবার্ট হাবেকের প্রথমে দুবাই যাওয়ার কথা ছিল। তারপর তার ওমান, ইসরায়েল ও সৌদি আরবে যাওয়ার কথা ছিল।

তারপরেও শলৎস যে হাবেককে থেকে যেতে বলেছেন, তার কারণ হলো, তিনি চাইছেন ২০২৪-এর বাজেট তৈরি নিয়ে এখন সম্পূর্ণ মনোনিবেশ করুন অর্থমন্ত্রী।  জোট শরিকদের সঙ্গে বিস্তারে আলোচনাও দরকার। এই পরিস্থিতিটা তৈরি হয়েছে আদালতের একটি রায়ের পর। জর্মানির সাংবিধানিক আদালত সম্প্রতি জানিয়ে দিয়েছে, কোভিডের সময় তৈরি করা একটা তহবিল এই বাজেটে ব্যবহার করা যাবে না। তারপর এখন নতুন করে পুরো পরিকল্পনা করতে হচ্ছে সরকারকে।

আদালতের রায়ে বিপাকে জার্মান অর্থনীতি

সরকারি মুখপাত্র জানিয়েছেন, হাবেক পরে যখনই সম্ভব হবে, তখন এই সফর করবেন।

তবে শলৎস ও পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক ইতিমধ্যে কপ ২৮ সম্মেলনে যোগ দিয়েছেন।

তিন দলের জোটে সবচেয়ে আগে বাজেট নিয়ে নেতাদের মতৈক্যে পৌঁছাতে হবে। শলৎস হলেন সোস্যাল ডেমোক্র্যাট(এসপিডি) নেতা, হাবেক গ্রিন পার্টির এবং অর্থমন্ত্রী লিন্ডনার ফ্রি ডেমোক্র্যাটদের(এফপিডি) প্রতিনিধি।

হাবেক জানিয়েছেন, ''আমাদের তিন দলের মধ্যে মতৈক্যে পৌঁছানোর বিষয়ে আমি খুবই আশাবাদী।''

রোববার রাতেও জার্মানির চ্যান্সেলরের অফিসের প্রায় সব আলো জ্বলছিল। বোঝা যাচ্ছিল, বাজেট সংক্রান্ত জটিলতা মেটানোর ও আলোচনার কাজ চলছে।

এসপিডি-র সাধারণ সম্পাদক জানিয়েছেন, সাংবিধানিক আদালতের রায়ের পর এখন প্রতিটি মিনিট খসড়া বাজেট তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)