1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বোর্ড আর ক্লাবগুলোকে খেলোয়াড় তৈরির উদ্যোগ নিতে হবে

হারুন উর রশীদ স্বপন
২২ নভেম্বর ২০১৯

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এখনো বেশ পিছিয়ে আছে৷ সাবেক ক্রীড়া সংগঠক এবং বিসিবি পরিচালক স্থপতি মোবাশ্বের হোসেন মনে করেন, এর মূল কারণ খেলোয়াড়ের অভাব৷

https://p.dw.com/p/3TXGR
ছবি: AFP/D. Sarkar

এ অভাব দূর করতে বিসিবি এবং ক্লাবগুলোর আরো উদ্যোগী হওয়া দরকার বলেও মনে করেন তিনি৷

ডয়চে ভেলে:  টেস্ট ক্রিকেটের মর্যাদা পাওয়ার পর বাংলাদেশে ক্রিকেটের উন্নয়ন যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে কি হয়েছে?

মোবাশ্বের হোসেন: আমি আমার একটি ব্যক্তিগত স্মৃতি আগে বলে নিতে চাই৷ ১৯৭৬ সালে আমি  লন্ডনে কমনওয়েলথ আর্কিটেক্ট কনফারেন্সে যাই৷ সেখানে গিয়ে আমি যখন বলললাম, আমি বাংলাদেশ থেকে এসেছি৷ তখন সবাই বলল, তুমি বার্বাডোস থেকে এসেছ? আমি আবার বললাম, না, আমি ঢাকা থেকে এসেছি৷ তখন তারা বলল, ও তুমি ডাকার থেকে এসেছ! কিন্তু যেদিন বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানকে হারালো তারপর থেকে কিন্তু বাংলাদেশকে আর আলাদাভাবে চিনিয়ে দিতে হয় না৷ এখন পর্যন্ত বাংলাদেশের পরিচিতি এবং বাংলাদেশের পতাকা সমানে উড়িয়ে যাচ্ছে ক্রিকেট৷ 
অবকাঠামোগত সীমবদ্ধতার মধ্য দিয়েও বাংলাদেশের এই ক্রিকেট এগিয়ে যাচ্ছে৷ কিন্তু জাতীয় পতাকা উড্ডীন করা এই ক্রিকেট যে গতিতে এগিয়ে যাওয়ার কথা সেখানে কিন্তু আমি ব্যাত্যয় দেখতে পাই৷

কী ধরনের ব্যাত্যয় আপনি দেখতে পান?

পাইপ লাইনে এখন যে ক্রিকেটার থাকার কথা তা নেই৷ ক্রিকেটার তৈরির ট্রেনিংয়ের ব্যবস্থা নেই৷ আমরা যদি মোস্তাফিজের কথা ধরি৷ তার ভাই তাকে ৮-৯ মাইল দূরে নিয়ে যেতো ট্রেনিংয়ের জন্য৷ জেলা বা বিভাগে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারিনি৷ আগে যে জেলার সাথে জেলার খেলা হতো সেই খেলা আর হয় না৷ ফলে পাইপ লাইনে পর্যাপ্ত ক্রিকেটার নেই৷ আমরা তেমন ক্রিকেটার পাচ্ছি না৷ সাভারে যে ট্রেনিং সেন্টার করা হয়েছে সেখান থেকে প্লেয়ার আসছে৷ কিন্তু সারাদেশের কথা চিন্তা করলে সেভাবে আমরা পাচ্ছি না৷

ক্রিকেটার তৈরির দায়িত্ব কার?

প্রধানত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের খেলার অঙ্গনে এখন সবচেয়ে ধনী অর্গ্যানাইজেশন৷ আমি যখন ব্রাদার্স ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলাম, তখন ফুটবল থেকে টাকা নিয়ে ক্রিকেটারদের নাস্তার ব্যবস্থা করা হতো৷ শুরুটা এরকম ছিল৷  সেই ক্রিকেটে অনেক টাকা এখন৷ কিন্তু সেভাবে ক্রিকেটের উন্নয়ন হয়নি৷

মোবাশ্বের হোসেন

তাহলে ক্রিকেট বোর্ড এত টাকা দিয়ে করছেটা কী?

এখন ক্রিকেট বোর্ডের  পরিচালক হওয়া অনেক সম্মানের ব্যাপার৷ তাই অনেক ধনী লোক সেটা হওয়ার জন্য অর্থ বিনিয়োগ করেন৷ এটার চেয়ারম্যান ও কর্মকর্তা হলেও অনেক প্রভাবশালী হওয়া যায়৷ ফলে অর্থ বিনিয়োগ করে অনেকে পরিচালক হন৷ অনেক অগ্রহনযোগ্য ব্যক্তি এখন ঢুকে গেছেন বোর্ডে৷ ক্রিকেটের উন্নয়নে তারা তেমন ভূমিকা রাখছেন না৷

ঢাকা খরচ করে কেন তারা ক্রিকেট বোর্ডে ঢুকতে চান? তাতে তাদের লাভ কী?

তারা বিনিয়োগ করে নিজেদের সুপরিচিত করেন৷ সমাজে তাদের অবস্থান তৈরি করেন৷ এটা একটা বড় লাভ৷ আর যখন এই প্রতিষ্ঠান বড় হয়, প্রতিষ্ঠান আর্থিকভাবে লাভ করে, তার অংশও তারা পান৷ তাদের দিয়ে কিন্তু খেলার উন্নয়ন হয় না৷

ক্রিকেট বোর্ডে পেশদারিত্ব, গণতন্ত্র এগুলো নেই তাহলে?

অবশ্যই নেই৷ আমি এ কারণে ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কেসও করেছি৷ তাতে জয়লাভও করেছি৷ এখানে ইলেকশন ছাড়াই, নামমাত্র ইলেকশন করে যাতে স্বপদে থাকা যায় সেজন্য কয়েকটি ক্লাবের দু’টি করে ভোট দেয়ার নিয়ম করা হয়েছে৷ বিশ্বের কোথাও এই নিয়ম নেই৷ কেউ যদি ছয় বা সাতটা ক্লাবের সঙ্গে যুক্ত হতে পারেন, তাকে আর বোর্ডে হারানো যাবে না৷কারণ, তার ১৪টি ভোট রিজার্ভ হয়ে যায়৷ ক্রিকেট বোর্ডকে বাইপাস করে নতুন গঠনতন্ত্র করা হয়েছে, যা আজও গ্রহণযোগ্যতা পায়নি৷ এখন ক্রিকেট নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার মূলে আছে এসব৷

তাহলে ক্রিকেটকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করনীয় কী?

ক্রিকেট বোর্ডের যে আর্থিক সক্ষমতা রয়েছে সেটাকে কাজে লাগিয়ে উন্নত মানের, বিশ্বমানের ক্রিকেট অ্যাকাডেমি করতে হবে৷ শুধু ক্রিকেট বোর্ড নয়, ক্রীড়া মন্ত্রনালয়কেও এগিয়ে আসতে হবে৷ দেশের সব জেলায় এখন উন্নতমানের স্টেডিয়াম রয়েছে৷ ক্রিকেটের জন্য উন্নত স্টেডিয়াম নয়, উন্নত মাঠ দরকার৷ জেলা ও বিভাগেও অ্যাকাডেমি করতে হবে৷ জেলা ও বিভাগে সারাবছর ধরে ক্রিকেট ম্যাচ চালু রাখতে হবে৷ আর ঢাকার ক্লাবগুলো এখন আর ক্রিকেটার তৈরি করছে না৷ সেদিকেও নজর দিতে হবে৷ এটা করতে পারলে আমরা অনেক বিশ্বমানের ক্রিকেটার পাবো৷ তারা শুধু দেশের মুখই উজ্জ্বল করবে না, তারা প্রচুর বৈদেশিক মুদ্রাও নিয়ে আসবে৷ বাংলাদেশের ছেলেদের সেই মেধা আছে৷
এখন আরেকট সমস্যা হচ্ছে পাতানো খেলা৷ প্রিমিয়ার লীগ ও ক্লাব ক্রিকেটে পাতানো খেলার প্রাদূর্ভাব৷ ক্রিকেট বোর্ডে যারা আছেন, তারা আবার বিভিন্ন ক্লাবের সঙ্গেও যুক্ত, তারাই এই পাতানো খেলার পিছনে আছেন৷ কোন ক্লাবকে হারাতে হবে, কাকে জিতাতে হবে এটা তারাই ঠিক করেন৷ এটা দূর করা খুবই জরুরি৷ পাতানো খেলার অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ক্রিকেটারকে বের করে দেয়া হচ্ছে আর আমাদের ঘরোয়া ক্রিকেটে এটা আরো জেঁকে বসেছে৷

প্রিয় পাঠক, আপনার কি কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান