1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইউক্রেন

মার্কিন সহায়তার আশায় ইউক্রেন

১২ ফেব্রুয়ারি ২০২৪

ইউক্রেনের জন্য মার্কিন সাহায্যের পথে আরেকটি বাধা দূর হলো৷ তবে নিম্নকক্ষে রিপাবলিকান দলের সমর্থন নিয়ে অনিশ্চয়তা রয়েছে৷ এদিকে ইউক্রেন রাশিয়ার হামলার মোকাবিলা করে চলেছে৷

https://p.dw.com/p/4cHyC
মার্কিন সেনেটের সামনে উড়ছে ইউক্রেনের পতাকা
রোববার মার্কিন সংসদের উচ্চকক্ষ সেনেটে ইউক্রেনকে সহায়তা সংক্রান্ত বাইডেন প্রশাসনের প্রস্তাব একটি প্রক্রিয়াগত বাধা দূর করেছেছবি: Roberto Schmidt/Getty Images

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার হামলার মোকাবিলা করতে ইউক্রেনকে সামরিক সাহায্য সরবরাহ করতে বদ্ধপরিকর৷ কিন্তু নির্বাচনের বছরে বিরোধী রিপাবলিকান দলের সঙ্গে রাজনৈতিক সংঘাতের প্রেক্ষাপটে তার পদে পদে বাধা সৃষ্টি করা হচ্ছে৷ সেই অভ্যন্তরীণ জটিলতার জের ধরে ইউক্রেনের জন্য ৬,০০০ কোটি ডলার অংকের সহায়তা প্যাকেজ সংসদে আটকে রয়েছে৷ মোট ৯,৫০০ কোটি ডলার অংকের বৈদেশিক সাহায্য বিলে ইসরায়েল ও তাইওয়ানের জন্যও অর্থ বরাদ্দ করা হচ্ছে৷ রিপাব্লিকান দল মেক্সিকো সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করতে আরো কড়া আইনের দাবিতে সেই প্রস্তাবের পথে বাধা সৃষ্টি করে চলেছে৷

রোববার মার্কিন সংসদের উচ্চকক্ষ সেনেটে বাইডেন প্রশাসনের সেই প্রস্তাব একটি প্রক্রিয়াগত বাধা দূর করলো৷ ফলে চলতি সপ্তাহের মাঝামাঝি ডেমোক্র্যাট দলের সামান্য সংখ্যাগরিষ্ঠতার বলে সেটি অনুমোদিত হবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ কিন্তু নিম্ন কক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভে শেষ পর্যন্ত বিরোধী রিপাবলিকান দলের বাধা দূর করা যাবে কিনা, সে বিষয়ে সংশয় থেকে যাচ্ছে৷ সেখানে প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থকদের পাল্লাভারি৷ তবে ন্যাটো সম্পর্কে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জের ধরে রিপাবলিকান দলের আরো সংসদ সদস্য বৈদেশিক সহায়তার পথে বাধা দূর করবেন বলে একটা ক্ষীণ আশা দেখা যাচ্ছে৷ ট্রাম্পের আপত্তি সত্ত্বেও রাজনৈতিক ‘দায়িত্বজ্ঞান’ দেখানোর চাপে তাঁরা এমন পদক্ষেপ নিতে পারেন৷ সেনেটে রোববার এমন মনোভাব দেখা গেছে৷

এমন আশঙ্কা সত্ত্বেও রোববারের ভোটের ফলকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কি৷ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তিনি লেখেন, যে ইউক্রেনের জন্য আরো সহায়তার ছাড়পত্রের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ নেওয়া হলো৷ তিনি দিনটিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের জন্য খারাপ হিসেবে বর্ণনা করেন৷ উল্লেখ্য, রাশিয়ার হামলার দ্বিতীয় বর্ষপূর্তির প্রাক্কালে ইউক্রেন গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের তীব্র অভাব বোধ করছে৷

মার্কিন সহায়তায় বিলম্ব সত্ত্বেও ইউক্রেন শত্রুপক্ষের হামলা মোকাবিলার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ রোববার রাতে রাশিয়ার ১৭টি ড্রোন হামলার মধ্যে ১৪টিই বানচাল করা সম্ভব হয়েছে হলে সে দেশ সোমবার দাবি করেছে৷ ইউক্রেনের বিমান বাহিনীর সূত্র অনুযায়ী রাশিয়া এস-৩০০ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সিস্টেম ব্যবহার করেও হামলা চালিয়েছে৷ তবে সেই ক্ষেপণাস্ত্রের সংখ্যা ও লক্ষ্যবস্তু সম্পর্কে কিছু জানানো হয় নি৷

এসবি/কেএম (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য