1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যে কোনো অজুহাতে ইউক্রেনের উপর রাশিয়ার হামলার আশঙ্কা?

১৮ ফেব্রুয়ারি ২০২২

মার্কিন প্রশাসন যে কোনো অছিলায় ইউক্রেনের উপর রুশ হামলার আশঙ্কা করছে৷ জোরালো রুশ সামরিক তৎপরতা ও রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের কার্যকলাপের ফলে এমন দুশ্চিন্তা বাড়ছে৷

https://p.dw.com/p/47D3n
ব্লিংকেন মনে করছেন, ভুয়া সন্ত্রাসবাদী বোমা বিস্ফোরণসহ নানান নাটক চালিয়ে রাশিয়া হামলা করতে পারেছবি: Hamish Blair/AP/picture alliance

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনে করছেন, এবার যে কোনো অছিলায় রাশিয়া ইউক্রেনের উপর হামলা শুরু করবে৷ বৃহস্পতিবার ইউক্রেনের নিরাপত্তা বাহিনী ও রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্য ঘটেছে৷ দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অস্ত্রবিরতি রেখা অতিক্রম করে বোমাবর্ষণের অভিযোগ এনেছে৷ সরকার নিয়ন্ত্রিত ভূখণ্ডে এক কিন্ডারগার্টেনের উপর বোমাবর্ষণের অভিযোগ এনেছে ইউক্রেন৷ এমন উত্তেজনার ফলে পুরোপুরি যুদ্ধের আশঙ্কাও আরও বেড়ে যাচ্ছে বলে বিভিন্ন মহল মনে করছে৷ রাশিয়া অবশ্য এখনো দাবি করে চলেছে যে, ইউক্রেনের উপর হামলার কোনো পরিকল্পনা নেই৷

বাইডেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে বাকি কাজ স্থগিত রেখে অবিলম্বে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখতে পাঠিয়েছেন৷ সেখানে ব্লিংকেন বলেন, রাশিয়ার মধ্যে ভুয়া সন্ত্রাসবাদী বোমা বিস্ফোরণ ঘটিয়ে, নকল গণকবর আবিষ্কার করে অথবা নিরীহ মানুষের উপর ড্রোন হামলার নাটক চালিয়ে রাশিয়া সেই অজুহাত দেখিয়ে ইউক্রেনের উপর হামলা চালাতে পারে৷ এমনকি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে রাশিয়ার উপর প্রকৃত হামলার নাটকও সাজাতে পারে রুশ প্রশাসন৷ রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভেরশিনিন ব্লিংকেনের এমন মন্তব্যের নিন্দা করে এমন আচরণকে বিপজ্জনক হিসেবে তুলে ধরেছেন৷

চকম উত্তেজনা সত্ত্বেও কূটনৈতিক তৎপরতা বন্ধ হচ্ছে না৷ শুক্রবার বাইডেন ক্যানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, রুমেনিয়া, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর শীর্ষ নেতাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক ডেকেছেন৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন জার্মানির মিউনিখ শহরে নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে এসেও একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন৷ ইউক্রেনের উপর হামলা না ঘটলে তিনি আগামী সপ্তাহের শেষে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও বৈঠক করবেন৷ রাশিয়া মস্কোয় নিযুক্ত মার্কিন উপ-রাষ্ট্রদূত বার্ট গোরম্যানকে বহিষ্কার করায় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শীতল হয়ে পড়েছে৷ ওয়াশিংটনে রুশ দূতাবাসের এক উচ্চপদস্থ কর্মকর্তা দেশ ছাড়তে বাধ্য হওয়ায় রাশিয়া এমন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে৷

ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে বলেন, মস্কোর তরফ থেকে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাবার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না৷ ফলে সেনা প্রত্যাহার বা উত্তেজনা কমানোর কোনো উদ্যোগও চোখে পডছে না৷ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, রাশিয়ার সামরিক প্রস্তুতি পুরোদমে চলছে৷ একাধিক স্যাটেলাইট ছবিতে সেই তৎপরতা চোখে পড়ছে৷

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ইইউ নেতাদের সঙ্গে আলোচনার পর বলেন, ইউক্রেনের উপর হামলা চালানোর জন্য যথেষ্ট সংখ্যক রুশ সৈন্য প্রস্তুত রয়েছে৷ ফলে এমন হুমকি সম্পর্কে উদাসীন থাকা সম্ভব নয়৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক রাশিয়ার উদ্দেশ্যে সেনা প্রত্যাহার সম্পর্কে মিথ্যাচার প্রতিরোধ করার ডাক দিয়েছেন৷ তিনি এ ক্ষেত্রে পূর্ণ সচ্ছতার ডাক দিয়েছেন৷ ইউক্রেনের উপর হামলা ঘটলে জার্মানিসহ ইউরোপের একাধিক দেশ রাশিয়ার উপর কড়া নিষেধাজ্ঞা চাপানোর হুমকি দিয়েছে৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)