1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গা ক্যাম্পে ৪০০ ঘর পুড়ে ছাই

১২ মে ২০২০

মঙ্গলবার সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের এক রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে৷ আগুনে অন্তত ৪০০ ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর৷

https://p.dw.com/p/3c7gV
ছবি: picture-alliance/AP Photo/M. Swarup

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর এক ফেসবুক পোস্টকে তথ্যসূত্র হিসেবে উল্লেখ করে বার্তা সংস্থা এপি জানায়, সকালে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগলে অন্তত ৪০০ ঘর ও দোকান পুড়ে যায়৷ কেউ হতাহত হয়েছে কিনা তা ইউএনএইচসিআর জানতে পারেনি৷ আগুন লাগার কারণও অজানা৷ তবে স্থানীয় সংবাদমধ্যমকে উদ্ধৃত করে এপি জানিয়েছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগে৷ শরণার্থী ক্যাম্পের বাসিন্দারা ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নেভানো বলেও প্রতিবেদনে জানানো হয়৷

দৈনিক সমকাল এক প্রতিবেদনে ৩০০ ঘরে আগুন লেগে ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে৷

এসিবি/কেএম (এপি)

গত ৩ সেপ্টেম্বরের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য