1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘শাড়ি পৃথিবীর সবচেয়ে সুন্দর ও শ্রেষ্ঠ পোশাক’

হারুন উর রশীদ স্বপন ঢাকা
৬ সেপ্টেম্বর ২০১৯

আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন বাংলাদেশের ফ্যাশান ডিজাইনার বিবি রাসেল মনে করেন শাড়ি শুধু বাংলাদেশের নয় পৃথিবীর সবচেয়ে সুন্দর পোশাক৷ শ্রেষ্ঠ পোশাক৷ নারীকে শাড়িতে যত সুন্দর লাগে আর কোনো পোশাকে এত সুন্দর লাগেনা৷

https://p.dw.com/p/3PAbR
Bildergalerie Frauen in Bangladesh
ছবি: DW/A. Islam

ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি শাড়ির ভূয়সী প্রশংসা করলেও বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের শাড়ি নিয়ে সম্প্রতি প্রকাশিত একটি লেখা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি৷ তিনি বাংলাদেশের ফ্যাশন বিশেষ করে পোশাকের ফ্যাশন নিয়ে কথা বলেছেন৷
ডয়চে ভেলে: বাংলাদেশে ফ্যাশনের ট্রেন্ড এবং পরিবর্তনের ধারা নিয়ে আপনার পর্যবেক্ষণ কী?
বিবি রাসেল: আমার সব সময় টার্গেট ইয়াং জেনারেশন৷ বাংলাদেশ তো এখন ওপেন মার্কেট৷ এখন বাংলাদেশ  বিদেশি  বিশেষ করে চায়নিজ জিনিস দিয়ে ভরা৷ কিন্তু ইয়াং জেনারেশন দেশীয় কাপড় অনেক পরছে৷ 

‘‘ফ্যাশনটা হলো একটা কালচার’’

পোশাকের ফ্যাশানে আপনি কী ধরনের পরিবর্তন দেখছেন?
আমার কাছে একটা পরিবর্তন যা চোখে পড়ছে তা হলো মেয়েরা এখন আগের চেয়ে শাড়ি কম পরছে৷ কিন্তু আমার কাছে শাড়ি অনেক সুন্দর পোশাক৷ আমি অনেক ধরনের শাড়ি তৈরি করি৷ অনেক ডিজাইনের শাড়ি করি৷ ইয়াং জেনারেশন যে ধরনের শাড়ি পরে আমি সে ধরনের শাড়ি তৈরির চেষ্টা করি৷ কারণ শাড়ি হলো সবচেয়ে সুন্দর পোশাক৷
আপনার তাঁতের প্রতি ঝোঁক আছে৷ আপনি গামছাকে সামনে নিয়ে এসেছেন৷ এর কারণ কী?
ছোটবেলা থেকেই আমি তাঁত ও তাঁতিদের দেখেছি৷ ওদের ফেন্সি, কালার সেন্স সবই আছে৷ কালার কম্বিনেশন বোঝে৷ আমার চেয়ে এই সেন্স ওদের অনেক ভালো৷ আর গামছা তো আমাদের একটা প্রতীক৷ আপনি যদি একাত্তরের ছবিগুলো দেখেন৷ দেখবেন গামছা মাথায় বেঁধে, কোমরে বেঁধে, হাতে বন্দুক৷ এখন গামছা পৃথিবীর অনেক দেশে বাজার পেয়েছে৷ ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়ায় ভালো মার্কেট পাচ্ছে৷
ছেলে ও মেয়েদের ফ্যাশনের দৃষ্টিভঙ্গির ধরন কী আলাদা?
ফ্যাশনটা হলো একটা কালচার৷ যদিও আজকাল আমাদের ছেলে মেয়েরা প্যান্ট-শার্ট সবই পরছে৷ কিন্তু তারপরও ওদের দেখে আপনারা বুঝবেন ওরা এশিয়ান ছেলে মেয়ে৷ কালচারটা ওদের মধ্যে আছে৷ ওরা প্যান্ট-শার্ট পরলেইতো সাহেব হয়ে যাবে না৷ আমি তাঁতের অনেক ধরনের পোশাক তৈরি করি৷ এমন কোনো পোশাক নেই যা আমি তাঁতে করিনি৷ আর ইয়াংরাই এর সবচেয়ে বড় ক্রেতা৷
ছেলে মেয়ে সবাইতো এখন প্যান্ট-শার্ট পরছে...
মেয়েরা প্যান্ট-শার্ট পরলেওতো বোঝা যায় ওরা মেয়ে, তাই না? আগে আমরা বাড়িতে ল্যান্ড ফোন ব্যবহার করতাম৷ এখন মোবাইল ফোন ব্যবহার করি৷ যুগের সাথে তো পরিবর্তন হয়৷ খালি আমাদের পরিবর্তনের সময় খেয়াল রাখতে হবে আমরা যেন আমাদের কালচারাল হেরিটেজ ভুলে না যাই৷
বাংলাদেশে ফ্যাশন নিয়ে যারা কাজ করেন৷ যারা ফ্যাশান ডিজাইনার তারা বাণিজ্যিকভাবে কতটা সফল?
আমি অন্যদের কথা বলতে পাবনা৷ আমি কখনো লাভের কথা চিন্তা করে কাজ করিনি৷ ভাবিনি এটা থেকে লাভ করে আমি চলে যাব৷ তবে আমি অনেক সাড়া পাই৷ সাড়া পাচ্ছি৷ আমি তাঁত ছাড়া কিছু বানাইনা৷ তবে একই জিনিস নয়৷ নানা ধরনের জিনিস বানাই৷ আর খেয়াল রাখি দেশের সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি, ধর্মীয় সংস্কৃতি৷
ফ্যাশনের ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা কিভাবে দেখছেন?
মিডিয়ার ভূমিকা অনেক৷ আজকের আমি এই যে বিবি রাসেল সেখানে মিডিয়ার একটা বড় রোল আছে৷ আর মিডিয়াকে বিষয়টি পজেটিভ ভাবে এগিয়ে নিতে হবে৷
পোশাক বা ফ্যাশন একটি দেশকে কিভাবে রিপ্রেজেন্ট করে?
শুধু পোশাক নয়৷ একজন মানুষের ব্যক্তিত্ব, চলাফেরা, কথাবার্তা, সবমিলিয়ে একজন মানুষ৷ ফ্যাশনটা সবমিলিয়ে৷ আমি যাই পরি, যাই বলি এই মেয়েটাকে দেখলে মানুষ মনে করে একটা পজিটিভ বাংলাদেশ
আপনি শুরুতেই শাড়ির কথা বলেছেন৷ শাড়ির সাথে শরীরের কোনো সম্পর্ক আছে কিনা?
শুধু বাংলাদেশ নয়৷ সব পোশাকের মধ্যে শাড়ি সবচেয়ে সুন্দর এবং আকর্ষনীয়৷ সব মেয়েকে সবচেয়ে সুন্দর লাগে শাড়িতে৷ আমি ফর্মাল অনুষ্ঠানে সব সময় শাড়ি পরি৷ শাড়ির চেয়ে সুন্দর পোশাক আমি অন্য আর কিছু জানি না৷
শাড়ি নিয়ে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এর সম্প্রতি প্রকাশিত একটি লেখা নিয়ে বিতর্ক হচ্ছে৷ আপনার কোনো মন্তব্য আছে?
এটা উনি লিখেছেন৷ এখন আমি বাইরে আছি কাজের জন্য৷ আমি, পুরাটা পড়িনি৷ উনি আমার অনেক শ্রদ্ধেয় একজন মানুষ, আমার মুরুব্বি৷ কাজেই ওনার লেখা নিয়ে নয়, আমি আমারটা বলতে পারি৷ শাড়ি হলো পৃথিবীর শ্রেষ্ঠ পোশাক৷ শাড়ি পড়লে একটা মেয়েকে সবচেয়ে সুন্দর লাগে৷ সবচেয়ে আকর্ষণীয় লাগে৷
প্রিয় পাঠক, আপনার কি কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷