1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগর-রুনি হত্যা: ৯৮তম বার পেছালো প্রতিবেদন জমার তারিখ

২২ মে ২০২৩

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার প্রতিবেদন জমার তারিখ আবার পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়িয়েছে আদালত। এ নিয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ৯৮ বার পেছালো।

https://p.dw.com/p/4RfNd
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড রহস্যই থেকে গেছে৷
সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার আজও হয়নিছবি: imago images/ZUMA Wire

মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শফিকুল আলম প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম রাশিদুল আলম সোমবার এ আদেশ দেন।

গত ৯ এপ্রিল একই আদালত র‌্যাবকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন।  এর আগে মামলার তদন্ত শেষ করতে দেরি হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন পৃথক দুটি আদালত।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি। তাদের একমাত্র ছেলে মাহির সরয়ার মেঘ (৫) তখন বাড়িতে ছিল। এ ঘটনায় রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন

জেকে/এসিবি (দ্য ডেইলি স্টার)

সাগর-রুনী হত্যার বিচার হচ্ছে না কেন?