1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুপ্রিম কোর্টের ১২ বিচারক করোনায় আক্রান্ত

২৭ জুন ২০২২

দেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারকের করোনা ভাইরাস ধরা পড়েছে৷ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সোমবার আদালত চলাকালে এ তথ্য জানান৷

https://p.dw.com/p/4DHnn
সুপ্রিম কোর্ট (ফাইল ছবি)ছবি: AFP/Getty Images/M. Uz Zaman

জুন মাসের শুরু থেকেই দেশে করোনার সংক্রমণ আবার বাড়ছে৷ গতকাল সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৬৮০ জনের করোনা শনাক্ত হয়েছে৷ এ সময় দুজনের করোনায় মৃত্যু হয়েছে৷ সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৬৫ হাজার ১৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে৷ মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ৬৮৮৷ মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৪০ জনের৷

আজ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, বর্তমানে আমাদের ১২ জন বিচারক করোনায় আক্রান্ত৷ কোর্ট পরিচালনা কষ্টকর হয়ে যাচ্ছে৷

গতকাল বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১০ হাজার ৭২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়৷ পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৬৬৷ আগের দিন এ হার ছিল ১৫ দশমিক শূন্য ৭৷

প্রধান বিচারপতি বলেন, পরিস্থিতি খারাপ হলে মনে হয় আবার ভার্চ্যুয়াল আদালত পরিচালনা করতে হবে৷ এ ক্ষেত্রে আইনজীবীদের সহযোগিতার আহ্বান জানালে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, আদালত পরিচালনায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন৷

সরকারের করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি সব ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করা, ‘নো মাস্ক, নো সার্ভিস' নীতি প্রয়োগসহ ছয় দফা ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে৷

স্বাস্থ্যবিধি মেনে চলা,  সামাজিক দূরত্ব বজায় রাখা ও জনসমাগম বর্জন করার পরামর্শও দিয়েছে৷এছাড়াও  মসজিদ, মন্দির, গির্জার মতো ধর্মীয় প্রার্থনার স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বলা হয়৷

এনএস/কেএম (প্রথম আলো)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য