1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বাধীনতার স্বীকৃতি পেল দক্ষিণ ওসেটিয়া এবং আবখাজিয়া

দেবারতি গুহ২৬ আগস্ট ২০০৮

পশ্চিমের দেশগুলির সব আপত্তি আর বিরোধিতা অগ্রাহ্য করে রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ মঙ্গলবার জর্জিয়ার দুই বিচ্ছিন্নতাকামী প্রদেশ দক্ষিণ ওসেটিয়া আর আবখাজিয়াকে দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেন৷

https://p.dw.com/p/F5HD
রাশিয়ার কাছ থেকে স্বীকৃতি পাওয়ার পর দক্ষিণ ওসেটিয়ায় সশস্ত্র উল্লাসছবি: AP

এই মর্মে তিনি একটি অধ্যাদেশে সই করেছেন৷ এর আগে রুশ পার্লামেন্ট এক সর্বসম্মত প্রস্তাবে এই স্বাধীনতা স্বীকার করে নেওয়ার আহ্বান জানিয়েছিল৷ মঙ্গলবার রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিলের একটি বৈঠকের পর, রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এই ঘোষণা দেন৷ রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুটিনও ঐ বৈঠকে উপস্থিত ছিলেন বলে খবর৷ মেদভেদেভ বলেন, দক্ষিণ ওসেটিয়াকে স্বীকৃতি দেওয়া এবং একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নেওয়ার অর্থ হল জাতিসংঘের সনদ এবং ১৯৭৫ সালের হেলসিংকি ঘোষণাপত্রের প্রতি সম্মান প্রদর্শন করা৷ এছাড়া, মানবাধিকারকেও যথার্থরূপে গুরুত্ব দেওয়া হয়েছে এই ঘোষণার মাধ্যমে৷

Russlands Präsident Medwedew unterzeichnet Friedensplan im Kaukasus
রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভছবি: AP

স্বাভাবিকভাবেই, এই স্বীকৃতির কড়া প্রতিবাদ জানিয়েছে পশ্চিমের বিভিন্ন দেশ৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কনডোলিসা রাইস এ-সম্পর্কে বলেন : এই দুটি অঞ্চল, যেগুলি নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাব অনুযায়ী স্পষ্টতঃই জর্জিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের অন্তর্ভুক্ত, সেগুলিকে স্বীকৃতি দেওয়ার রুশ অভিপ্রায় আমি দুঃখজনক বলে মনে করি৷ এর ফলে রাশিয়া নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং জাতিসংঘের সদস্য হওয়া সত্ত্বেও পরিষদের বিভিন্ন প্রস্তাবের বিরুদ্ধে যাচ্ছে৷

বাল্টিক দেশ এস্টোনিয়ার রাজধানী তালিনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, যে এই পদক্ষেপ ভূমির অখন্ডতার যে নীতি, তার পরিপন্থী৷ এই নীতি আন্তর্জাতিক আইনের উপর ভিত্তি করে প্রণিত৷ আর সে কারণেই এই নীতি গ্রহণযোগ্য নয়৷

প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মস্কোর সম্পর্ক ব্যবস্থাপনার উদ্যোগে সফররত জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেন, যে রাশিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চালু রাখতে হলে আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও গণতান্ত্রিক নীতি মেনে চলতে হবে৷ তিনি অবশ্য রাশিয়ার সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়ার পক্ষে সওয়াল করেন৷ এর আগে তিনি এস্টোনিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রুস আনসিপের সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে মস্কোর উদ্দেশ্যে জর্জিয়ার ঐক্য ও অখণ্ডতা মেনে চলার ডাক দেন৷ এস্টোনিয়ার পরে চ্যান্সেলর ম্যার্কেল লিথুয়ানিয়া সফর করবেন এবং ভিলনিয়ুসে প্রেসিডেন্ট ভালদাস আডামকুসের সঙ্গে দেখা করবেন৷

উল্লেখ্য, জর্জিয়ায় রুশ সেনা আগ্রাসনের ইস্যুতে সুইডেন সহ অন্যন্য বাল্টিক দেশগুলি মস্কোর চরম সমালোচনা করে আসছিল৷ কিন্তু, রুশ প্রেসিডেন্ট মেদভেদেভের কথায়, প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলি তাঁর রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য গণহত্যার পথ বেছে নিয়েছিলেন জর্জিয়ায়৷ কারণ, দক্ষিণ ওসেটিয়া এবং আবখাজিয়ার সাধারণ মানুষদের ওপর জর্জিয়ার সেনাদের আক্রমণ, সেখানে শান্তিভঙ্গ করেছিল৷

Russische Truppen in Georgien
দক্ষিণ ওসেটিয়ায় রাশিয়ার সামরিক বাহিনীছবি: AP

এদিকে, দক্ষিণ ওসেটিয়া এবং আবখাজিয়াকে এই স্বীকৃতি দেওযার পরিপ্রেক্ষিতে, রাশিয়ার সঙ্গে সব রকমের সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছে ন্যাটো৷ তবে রুশ প্রেসিডেন্ট মেদভাদেভ জানিয়েছেন, যে ন্যাটোর যে কোন পদক্ষেপের মোকাবেলা করতে রাশিয়া এখন প্রস্তুত৷

অন্যদিকে, আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থা অর্গানাইজেশন ফর সিক্যুরিটি এন্ড কো-অপারেশেন ইন ইউরোপ বা OSCI দক্ষিণ ওসেটিয়ায় তাদের পর্যবেক্ষণ মিশনের লোকবল বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ আগে ঐ এলাকায় ও OSCI -এর ৮ জন সদস্যের একটি দল থাকলেও, এখন এই সংখ্যা বৃদ্ধি করে ২০ জনে উন্নীত করা হবে বলে প্রকাশ৷