1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইংল্য়ান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের নায়ক ধ্রুব জুরেল

২৭ ফেব্রুয়ারি ২০২৪

চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট সিরিজ জিতলো ভারত। রাঁচির টেস্টে ভারতের জয়ের অন্যতম নায়ক ধ্রুব জুরেল।

https://p.dw.com/p/4cv5u
শুভমন গিল ও ধ্রুব জুরেল।
শুভমন গিল ও ধ্রুব জুরেল(টুপি ছাড়া)। জুরেল ম্যাচের সেরা প্লেয়ার হয়েছেন। ছবি: TAUSEEF MUSTAFA/AFP

জীবনের দ্বিতীয় টেস্টেই ভারতের জয়ের কারিগর হয়ে উঠলেন উইকেটরক্ষক-ব্যাটার ধ্রুব জুরেল। প্রথম ইনিংসে ভারত যখন রীতিমতো চাপের মুখে পড়েছে, তখন জুরেল ৯০ রানের ঝকঝকে ইনিংস খেলে ত্রাণকর্তা হয়ে ওঠেন।

আবার চতুর্থ দিনে পাঁচ উইকেট হারিয়ে ভারত যখন আবার চাপে, জেতা নিয়ে সংশয় তৈরি হচ্ছে, তখন  সেই ধ্রুব জুরেলই আবার ৭৭ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। শুভমন গিল করেন অপরাজিত ৫২ রান। এই দুই ব্যাটার ৭২ রান তুলে দলকে জয়ের পথে নিয়ে যান।

বয়সের কারণে ঋদ্ধিমান সাহাকে বাদ দেয়া এবং ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পর টেস্টে উইকেটরক্ষকের খোঁজে ছিল ভারত। কে এস ভরত প্রত্যাশা পূরণ করতে পারেননি। কিন্তু ধ্রুব জুরেল পারলেন। বিশেষ করে ব্যাট হাতে তার পারফরমেন্স দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শচিন ও টেন্ডুলকর ও বীরেন্দ্র শেবাগ।

শচিন বলেছেন, ''ধ্রুব জুরেলের ফুটওয়ার্ক নিখুঁত ছিল। বলের লেন্থ খুব ভালোভাবে আন্দাজ করছিলেন। প্রথম ইনিংসে কুলদীপের সঙ্গে জুটি বেঁধে দলকে লড়াইয়ে রাখেন। দ্বিতীয় ইনিংসে ভারতকে জয়ের পথ দেখান।''

রাঁচি টেস্টে ব্যাট করছেন যশস্বী।
দুই ইনিংসেই রান পেয়েছেন যশস্বী জয়সওয়াল। ছবি: TAUSEEF MUSTAFA/AFP

বীরেন্দ্র শেবাগ বলেছেন, ''ধ্রুব জুরেল অসাধারণ খেলেছেন। তার খেলার অন্যতম বৈশিষ্ট্য হলো, তিনি সবসময় শান্ত থাকেন এবং তার টেমপরামেন্ট অসাধারণ।''

প্রথম অর্ধশতরান করে স্যালুট

জীবনের প্রথম অর্ধশতরান করে স্যালুট করেন ধ্রুব জুরেল। পরে তিনি জানিয়েছেন, ওই স্য়ালুট ছিল তার বাবার জন্য। ধ্রুব জুরেলের বাবা হলেন ভারতীয় সেনার সাবেক হাবিলদার। তিনি কার্গিল যুদ্ধেও লড়েছিলেন।

ধ্রুব বলেছেন, ''আমি বাবর সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছিলাম, আমাকে অন্তত একটা স্যালুট করে দেখিও।'' 

ম্যাচের সেরা

জীবনের দ্বিতীয় টেস্টেই ম্যাচের সেরা প্লেয়ারের স্বীকৃতি পেয়েছেন তিনি। তারপর সামাজিক মাধ্যমে পোস্ট করে কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ধ্রুব লিখেছেন, ''আমার মতো ছেলের উপর ভরসা রাখার জন্য আপনাদের ধন্যবাদ।''

রাঁচি টেস্টে একটা শট মারছেন শুভমন।
শুভমন গিল দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করেন। ছবি: Ajit Solanki/AP Photo/picture alliance

ম্যাচের পর তিনি বলেন, ''আমি পরিস্থিতি অনুযায়ী খেলেছি। প্রতিটি বল দেখে খেলেছি। খুব বেশি ভাবার চেষ্টা করিনি।''

আর যারা ভালো খেললেন

প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়াল ৭৩ ও দ্বিতীয় ইনিংসে ৩৭ রান করেন। প্রথম ইনিংসে কুলদীপ যাদব সংকটের সময়ে ১৩১ বল খেলে ২৮ রান করেন। কুলদীপ দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়েছেন।

ইংল্যান্ডের প্রথম ইনিংসে টেস্টে প্রথমবার খেলতে নেমে আকাশদীপ তিন উইকেট নেন। চার উইকেট নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। সিরাজ নেন দুই উইকেট। দ্বিতীয় ইনিংসে অশ্বিন পাঁচ উইকেট নিয়েছেন। ভারতের দ্বিতীয় ইনিংসে রোহিত ৫৫ রান করেছেন।

ইংল্য়ান্ডের প্রথম ইনিংসে জো রুট ১২২ রান করেন। ৫৮ রান করেছিলেন রবিনসন। দ্বিতীয় ইনিংসে ক্রলি ৬০ রান করেন।

বিরাটরা ছিলেন না

এই টিমে বিরাট কোহলি, যশপ্রীত বুমরাহ, কে এল রাহুল, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়ারা কেউ ছিলেন না। তাও ইংল্যান্ডকে হারাতে অসুবিধা হয়নি। ভারতের রিজার্ভ বেঞ্চ কতটা তৈরি তা আরেকবার বোঝা গেছে।

জিএইচ/এসজি(স্পোর্টস১৮)