1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পানির মাছ পানিতে, আওয়ামী লীগের স্বতন্ত্র আওয়ামী লীগে

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২৫ জানুয়ারি ২০২৪

এবার সংসদে বিরোধী দলের ভূমিকায় কি আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সংসদ সদস্যদের দেখা যেতে পারে? সেই হিসেবে তারা সংরক্ষিত নারী আসনেও নিজেদের ‘হিস্যা' চাইতে পারেন?

https://p.dw.com/p/4bgCr
বাংলাদেশের জাতীয় সংসদ
সংসদ সদস্যদের ভোটে ৫০টি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের বিধান থাকলেও সমঝোতার ভিত্তিতেই তা নির্ধারিত হয়ে আসছেছবি: Mohammad Ponir Hossain/REUTERS

দলীয় আনুগত্য, সাংবিধানিক অধিকার এবং ‘পানির মাছ পানিতেই স্বচ্ছন্দ'- এই তিন কারণে সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তারা৷

আওয়ামী লীগের স্বতন্ত্র সংসদ সদস্যরা আওয়ামী লীগের সঙ্গেই থাকতে চান৷ তারা চান আওয়ামী লীগের সংসদীয় দলে অন্তর্ভুক্ত হতে৷ রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর দাওয়াতে তাদের এই ‘মনের কথা: তুলে ধরবেন তারা৷

সংরক্ষিত নারী আসনের ব্যাপারে তারা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই মেনে নেবেন বলে ডয়চে ভেলেকে জানিয়েছেন৷

৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যের মধ্যে দুই-একজন এই চিন্তার বাইরে আছেন৷ তারা অবশ্য আওয়ামী লীগ দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত নন৷ এরকম সংসদ সদস্য আছেন তিন জন৷ তারা হলেন হলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সৈয়দ এ কে এম একরামুজ্জামান সুখন৷ তিনি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ছিলেন৷ নির্বাচনে অংশ নেয়ায় তাকে বহিস্কার করা হয়৷ সিলেট-৫ আসনের মাওলানা মোহাম্মদ হুছামুদ্দিন চৌধুরী ফুলতলি৷ তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন৷ আর লতিফ সিদ্দিকী আওয়ামী লীগ থেকে বহিস্কৃত৷ তিনি টাঙ্গাইল-৪ আসনে বিজয়ী হয়েছেন৷

সিলেট-৫ আসনের নির্দলীয় স্বতন্ত্র সংসদ সদস্য মাওলানা মোহাম্মদ হুছামুদ্দিন চৌধুরী ফুলতলি বলেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছেন, অবশই যাবো৷ তার কথা শুনবো তিনি কী বলেন৷ আমার দিক থেকে কোনো কথা বলার নেই৷ তবে আমি তো আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত না৷ তাই স্বতন্ত্রই থাকতে চাই৷ স্বতন্ত্র থাকাই ভালো মনে করছি৷”

স্বতন্ত্রদের কোটায় সংরক্ষিত নারী আসন নিয়ে কোনো চিন্তা আছে কিনা জানতে চাইলে তিনি বলে, ‘‘এটা নিয়ে আমাদের স্বতন্ত্রদের  মধ্যে কোনো আলোচনা হয়নি ৷ আর প্রকৃত অর্থে স্বতন্ত্র তো মাত্র তিন জন৷ আমরা কী পাবো? বাকি সবাই তো আওয়ামী লীগ৷”

‘আমরা আওয়ামী লীগ’
টাঙ্গাইল-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ছানোয়ার হোসেন৷ তিনি একাদশ সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য হলেও এবার মনোনয়ন না পেয়ে ‘স্বতন্ত্র' হিসেবে নির্বাচন করে জয়ী হন৷ তার কথা, "আমাদের কোথায় রাখবেন সে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী দেবেন৷ আমরা তো আওয়ামী লীগের পদে আছি৷ মনোনয়ন পাইনি, কিন্তু তার অনুমতি নিয়েই স্বতন্ত্র প্রার্থী হয়েছি৷ এখন আমরা সবাই দলেই ফিরতে চাই৷ আমরা আওয়ামী লীগের সংসদীয় দলে থাকতে চাই৷”

তিনি বলেন, "নির্বাচনকে সফল করতে ও ভোটার উপস্থিতি বাড়াতে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে আমরা সহযোগিতা করেছি৷ তার রাজনৈতিক চিন্তা অসাধারণ৷ তিনিই আমাদের আস্থার জায়গা৷”

তিনি জানান, আওয়ামী লীগের যারা স্বতন্ত্র হিসেবে পাস করেছেন তারা সবাই আওয়ামী লীগেই থাককে চান, কারো ভিন্ন চিন্তা আছে বলে তার জানা নেই৷

বরিশাল-৪ আসনে  স্বতন্ত্র হিসেবে বিজয়ী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা পংকজ নাথ বলেন, "আমরা তো আওয়ামী লীগের অনুমোদিত স্বতন্ত্র৷ আমি নিজে চাই আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে থাকতে৷ আমার মতো আর সবাইও তাই চায়৷ ৬২ জনের মধ্যে স্বতন্ত্র তো আসলে তিন জন৷ বাকি সবাই তো আওয়ামী লীগ৷ এখন মাননীয় প্রধানমন্ত্রী যা ভালো মনে করেন আমরা সেভাবেই কাজ করবো৷

কে সরকারি কে বিরোধী?

‘পানির মাছ পানিতেই থাকতে চাই’

আওয়ামী লীগের স্বতন্ত্র এমপিরা কয়েকটি কারণে আওয়ামী লীগের সংসদীয় দলের সঙ্গে থাকতে চান৷ প্রথমত, তারা স্বতন্ত্র সংসদ সদস্য হলেও তাদের মধ্যে মাত্র দুই জনের দলের কোনো পদ নেই৷ বাকিদের সবাই থানা,জেলা বা কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে আছেন৷ ওই দুইজন আওয়ামী পরিবারের হলেও দলের পদে নেই৷ তারা হলেন পিরোজপুর-৩ আসনে জয়ী শামীম শাহনেওয়াজ৷ তার ভাই মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুর রহমান মনোনয়ন পেয়েছিলেন৷ জাতীয় পার্টিকে আসন ছাড়ায় নৌকা হারান৷ শামীম শাহনেওয়াজ স্বতন্ত্র প্রার্থী হয়ে এমপি হয়েছেন৷ আর জাতীয় পার্টির সঙ্গে সমঝোতার কারণে গাইবান্ধা-১ আসনের নৌকার প্রার্থী আফরোজা বারী প্রার্থিতা প্রত্যাহার করায় তার মেয়ে আবদুল্লাহ নাহিদ নিগার স্বতন্ত্র প্রার্থী হন৷ আফরোজা বারী সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি৷ নাহিদ নিগারের দলে কোনো পদ নেই৷

যারা পদ আছেন, তারা স্বতন্ত্র এমপি হওয়ার পর দলে তাদের অবস্থান ধরে রাখতে এখন আওয়ামী লীগের এমপি হিসেবে থাকতে চান৷ তা না হলে স্থানীয় রাজনীতিতে তারা কোণঠাসা হয়ে পড়তে পারেন৷ আর আওয়ামী লীগের এমপি হলে বরাদ্দ, এলাকার উন্নয়ন, প্রভাব- এইসব বিষয়ে এগিয়ে থাকবেন৷ এছাড়া সামনে যদি মন্ত্রিসভার আকার বড় হয়, সংসদীয় কমিটির চেয়ারম্যান এবং সরকারের বিভিন্ন ব্যাংক, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চেয়ারম্যানসহ নানা সুযোগ এখনো অপেক্ষা করছে৷ ‘আওয়ামী লীগের স্বতন্ত্র'রা এসব মিলিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবেই থাকতে চান৷

মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মোসাম্মাত তাহমিনা বেগমের কথা, "আমি আওয়ামী লীগে ছিলাম, আওয়ামী লীগেই থাকতে চাই৷ এটাই প্রধানমন্ত্রীকে রবিবার বলবো৷ বিশেষ কারণে জনগণের দাবির মুখে স্বতন্ত্র হয়েছি৷ জনগণ আমাকে ভোট দিয়ে এমপি করেছে৷”

তিনি এক প্রশ্নের জবাবে বলেন, "যদি আওয়ামী লীগে না নেয় তাহলে স্বতন্ত্র থাকবো৷ বিরোধী দলে যাবো না৷ কেউ যেতে চাইলে তারা যাক, আমি যেতে পারি না৷”

এদিকে ঢাকা-৪ আসন থেকে স্বতন্ত্র হিসেবে জেতা আওয়ামী লীগ নেতা ড. আওলাদ হোসেন বলেন, "আমি হলাম আপদমস্তক আওয়ামী লীগ৷ কিসের স্বতন্ত্র? আমি তো আওয়ামী লীগের সংসদীয় দলে যেতে চাই৷ আমি পানির মাছ পানিতে থাকতে চাই৷ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছি৷”

নারী আসন বিরোধী দল

সংসদে সরাসরি ৩০০ আসনে নির্বাচনের পর এখন ৫০টি সংরক্ষিত নারী আসনে নির্বাচন হবে৷ সংসদ সদস্যদের ভোটে নারী সংসদ সদস্য নির্বাচনের বিধান থাকলেও ওইভাবে ভোটে নির্বাচিত করার নজির নেই৷ সমঝোতার ভিত্তিতেই নারী সংসদ সদস্য কারা কতজন পাবেন তা নির্ধারিত হয় এবং সেইভাবে ৫০টি আসনে ৫০ জনই প্রার্থী হন এবং সবাই পাস করেন৷ সেই হিসাবে ছয় জন সংসদ সদস্যের বিপরীতে একজন নারী সংসদ সদস্য হন৷ সেই হিসেবে স্বতন্ত্ররা ১০ জন নারী সংসদ সদস্য পাবেন৷ কিন্তু এ ব্যাপারে স্বতন্ত্ররা নিজেদের মধ্যে কোনো আলাপ-আলোচনা এখনো করেননি৷ এ ব্যাপারে মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মোসা. তাহমিনা বেগম বলেন, "রবিবারে দেখি প্রধানমন্ত্রী কী করেন৷ তিনি যেভাবে সিদ্ধান্ত নেবেন, সেভাবেই হবে৷ আমরা স্বতন্ত্ররা এটা নিয়ে আলোচনা করিনি৷ ”

স্বতন্ত্র সংসদ সদস্য ড. আওলাদ হোসেন বলেন, "আমাদের যদি আওয়ামী লীগে নিয়ে নেয়, তাহলে তো আর কোনো কথা নেই৷ তখন প্রধানমন্ত্রীই এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন৷ আর আমাদের আলাদা রাখলেও তিনি নিশ্চয়ই একটা দিক নির্দেশনা দেবেন৷ আমরা সেভাবেই কাজ করবো৷”

তবে দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদীয় দলের হুইপ নজরুল ইসলাম বাবু এমপি বলেন, ‘‘এখন পর্যন্ত যা তথ্য রয়েছে তাতে স্বতন্ত্রদের স্বতন্ত্রই রাখা হতে পারে৷ নারী আসন তারা যে কয়টা পান তাদের সেই কয়টা দেয়া হবে৷ তারা সমঝোতা করে ঠিক করবেন কাদের নারী সংসদ সদস্য বানাবেন৷ আর তারা সঝোতায় আসতে না পারলে নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী একটা দিকনির্দেশনা দেবেন৷” তার কথা, ‘‘রবিবারের বৈঠকে স্বতন্ত্রদের ডাকার কারণ হলো সংসদে তাদের অবস্থান কী হবে, তাদের নারী কোটার সংসদ সদস্য- এসব বিষয়ে আলোচনা করা৷ প্রধানমন্ত্রী তাদের কথা শুনে সব ঠিক করে দেবেন৷” তিনি আরো বলেন, "আমি যা জানি, তা হলো, জাতীয় পার্টিই সংসদে বিরোধী দল হবে৷”

আমরা মনে করি, আমরাই বিরোধী দল: মুজিবুল হক চুন্নু

আর সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজীব উল আলম বলেন, ‘‘এখন একটি আশঙ্কা আছে যে, স্বতন্ত্র ছয় জন এমপি মিলে একজন নারী সংসদ সদস্য ঠিক করলে তা অর্থের বিনিময়েও হতে পারে৷ তাহলে তো সেটা অন্যরকম হয়ে গেল৷ আর সরাসরি ভোটে গেলে তো যাদের সংসদ সদস্য বেশি তারা সব পাবে৷ আমরা মনে হয় সব দিক রক্ষার জন্য প্রধানমন্ত্রী স্বতন্ত্রদের সঙ্গে একটা সমঝোতা করবেন৷ স্বতন্ত্রদের কাছ থেকে ‘পাওয়ার' নিয়ে পরে তিনি তাদের কোটার নারী এমপি ঠিক করে দিতে পারেন৷ কারণ, স্বতন্ত্ররা ছয় জন ছয় জন করে সমঝোতা করে ১০ জন নারী সংসদ সদস্য ঠিক করতে পারবেন বলে মনে হয় না৷”

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, "স্বতন্ত্রদের প্রধানমন্ত্রী চাইলে আওয়ামী লীগের সংসদীয় দলে নিতে পারেন৷ কারণ, তারা তো সবাই আওয়ামী লীগের পদে আছেন৷ আবার বিরোধী দলেও বসাতে পারেন, স্বতন্ত্রও রাখতে পারেন৷ আইনে কোনো বাধা নেই৷ পুরোটাই এখন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিষয়৷

এদিকে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, "আমরা মনে করি, আমরাই বিরোধী দল৷ কিন্তু সেটা তো স্পিকারের এখতিয়ার৷ তিনি এখনো আমাদের বিরোধী দল হিসেবে স্বীকৃতি দেননি৷ কাউকেই দেননি৷ যদিও আমাদের বিরোধী দল হওয়ার আনঅফিসিয়ালি ইঙ্গিত আছে৷ রবিবারে প্রধানমন্ত্রীর সঙ্গে স্বতন্ত্রদের বৈঠকের পর বোঝা যাবে কারা সংসদে বিরোধী দল হবে৷ আসলে এটা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে৷”

আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশন ডাকা হয়েছে৷ অধিবেশন শুরুর আগেই বিরোধী দল ঠিক হওয়ার কথা৷ আর জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফলের সরকারি গেজেট প্রকাশের পর ৯০ দিনের মধ্যে সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠানের আইনি বাধ্যবাধকতা রয়েছে৷ গত ৯ জানুয়ারি নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশিত হওয়ায় আগামী ৮ এপ্রিলের মধ্যে এ নির্বাচন সম্পন্ন করতে হবে৷

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান