1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপির মিছিল ঠেকাতে রাজধানীতে পাহারা

৩০ ডিসেম্বর ২০২২

বিএনপির বিক্ষোভ-মিছিল ঘিরে ‘সহিংসতা ঠেকাতে' আজ শুক্রবার রাজধানীতে ‘সতর্ক অবস্থান' নিয়েছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা৷ সরকার পতনের যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের এই পাহারা৷

https://p.dw.com/p/4LZ4B
৬ ডিসেম্বর ঢাকায় ছাত্রলীগের সম্মেলনে যোগ দিতে যাওয়া কর্মীরা৷
প্রতীকী ছবিছবি: Mortuza Rashed/DW

ক্ষমতাসীন দলটির জ্যেষ্ঠ নেতারা বলছেন, বিএনপির এই কর্মসূচি ঘিরে ‘সহিংসতা ঠেকাতে' শুক্রবার দুপুরের পর থেকে রাজধানীসহ সারাদেশে আওয়ামী লীগ ‘সতর্ক পাহারায়'থাকবে৷ ঢাকা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে থাকবেন দলের নেতাকর্মীরা৷

শুক্রবার দুপুর ২টার পর নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিএনপির গণমিছিল শুরু হবে৷ কাকরাইল মোড়, শান্তিনগর, মালিবাগ মোড় হয়ে মগবাজার চৌরাস্তা ঘুরে নয়া পল্টনে এসে মিছিল শেষ হবে বলে দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন৷

বিএনপির কর্মসূচিতে সংহতি জানানো জোটগুলো আলাদাভাবে গণমিছিল করবে৷ এর মধ্যে গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেস ক্লাব, ১২ দলীয় জোট ফকিরেরপুল পানির ট্যাংক, জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন মোড়, এলডিপি পান্থপথ মোড় ও জামায়াতে ইসলামী বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইট থেকে গণমিছিল শুরু করবে৷

সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, নতুন নির্বাচন কমিশন গঠনসহ ১০ দফা দাবিতে বিএনপিসহ সমমনা ৩০টি রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ঢাকায় এ গণমিছিল করছে৷

গত ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগে বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে ২৪ ডিসেম্বর এ কর্মসূচির ঘোষণা দেওয়া হলেও সেদিন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের কারণে পিছিয়ে ৩০ নভেম্বর দিন ঠিক করা হয়৷

বিএনপির এই কর্মসূচির আগের দিন বৃহস্পতিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, "আমরা ওই দশ তারিখের মত ঢাকা শহরসহ সারা দেশে সতর্ক পাহারায় থাকব৷ পাল্টা পাল্টি কোন বিষয় না, বিষয়টা হচ্ছে আমরা সতর্ক পাহারায় থাকব৷

"এখন তারা গণমিছিলের নামে এখানে সহিংসতা করবে, আগুন নিয়ে আসবে, ভাঙচুর করবে, অগ্নি সংযোগ করবে৷ আমরা কি করবো? দাঁড়িয়ে দাড়িয়ে চুপ করে থাকবো? দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব?”

আওয়ামী লীগের কেন্দ্রীয় জ্যেষ্ঠ নেতারা জানান, দলের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, শিল্প ও বাণিজ্য সম্পাদক মো. সিদ্দিকুর রহমান ও ধর্ম সম্পাদক সারাজুল মোস্তফা রাজধানীর উত্তরায় নেতাকর্মীদের নিয়ে অবস্থান ও সংক্ষিপ্ত সমাবেশ করবেন৷

মহাখালীতে দলের সভাপতি মণ্ডলীর সদস্য শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবু-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা খানমের নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নেবেন৷

শ্যামলীতে সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ ফারুক খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, স্বাস্থ্য সম্পাদক রোকেয়া সুলতানার নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নেবেন৷

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, এস এম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ নেতাকর্মীদের নিয়ে ফার্মগেটে অবস্থান নেবেন৷

অন্যদিকে ঢাকার প্রবেশপথ গাবতলীতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আব্দুল আওয়াল শামীমের নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নেবেন৷

মিরপুর ১০ নম্বর গোল চত্বরে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান, আইন সম্পাদক নজিবুল্লা হীরু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুরের নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নেবেন৷

রামপুরা বাড্ডা ইউলুপে আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক সামসুন্নাহার চাঁপা, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেবেন৷

যাত্রাবাড়ীতে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলীনেতাকর্মীদের নিয়ে অবস্থান নেবেন৷

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ‘সতর্ক অবস্থান' নিয়েছেন৷

বিএনপির কর্মসূচির দিনে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশও করবেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিকালে শ্যামলী ও মিরপুরের সমাবেশে যোগ দিয়ে বক্তব্য দেবেন৷

শুক্রবার দুপুর ২টার পর নয়া পল্টন থেকে বিএনপির বিক্ষোভ কর্মসূচি শুরু হলেও এর সমমনা দলগুলোর নেতাকর্মীরা তার আগেই প্রেস ক্লাবের সামনে জমায়েত হবেন৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য