1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রওশন এরশাদ চেয়ারম্যান হতে চান না, দাবি জাতীয় পার্টির

১৫ জুলাই ২০২১

এইচ এম এরশাদের ছেলে শাহতা জারাব এরিক রওশন এরশাদকে জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান ঘোষণা করেন৷ তবে দলের দাবি, রওশন এই পদ নিতে আগ্রহী নন৷ 

https://p.dw.com/p/3wVRR
জাতীয় পার্টির নতুন কমিটিছবি: Sabbir Ahmed

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের প্রেস সচিব-২ খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রওশন এরশাদের এই অনাগ্রহের কথা জানানো হয়৷ জাতীয় পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, "জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান হতে আগ্রহী নন৷ আজ সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের সাথে ফোনালাপে তিনি এ অভিমত ব্যক্ত করেন৷''  গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে দল সঠিকভাবে চলছে- রওশন এরশাদ এমন কথা বলেছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়৷

এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশার ছেলে এরিক জাতীয় পার্টিতে কোনো দায়িত্বে না থাকলেও বুধবার বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিলে আকস্মিকভাবে মা বিদিশা সিদ্দিক এবং সৎ ভাই শাদ এরশাদকে কো-চেয়ারম্যান এবং সৎ মা রওশন এরশাদকে চেয়ারম্যান করে জাতীয় পার্টির ‘নতুন কমিটি' ঘোষণা করেন৷

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের মৃত্যুর পর তার ভাই জিএম কাদের দলটির চেয়ারম্যান নির্বাচিত হন৷ তিনি সংসদে বিরোধীদলীয় উপনেতার দায়িত্বে রয়েছেন৷ রওশন এরশাদের ছেলে রাহগীর আল মাহি শাদ এরশাদ তার বাবার আসনে সংসদ সদস্য হয়েছেন৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, " জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রাহাগির আল মাহি শাদ এরশাদ দুপুরেই জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে ফোন করে বলেছেন, বাবার মৃত্যু বার্ষিকীর দোয়ায় শরিক হতে সকালে প্রেসিডেন্ট পার্কে গিয়েছিলেন৷ এর বাইরে কোনো কিছুর সাথে সম্পৃক্ত নন তিনি৷'' 

রওশন এরশাদ চেয়ারম্যান থাকতে আগ্রহী নন, জাপার এরকম খবরে এরিকের মা বিদিশা সিদ্দিকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ওই বিবৃতি দেখিনি৷ এ বিষয়ে পরে কথা বলবো৷''

এরশাদ জীবদ্দশায় তার দুই স্ত্রীকে দলের পদে আনলেও ছেলেদের রাজনীতি থেকে দূরে রেখেছিলেন৷

বিদিশার সঙ্গে ছাড়াছাড়ির পর সাবেক প্রেসিডেন্ট এরশাদ আইনি লড়াই চালিয়ে এরিককে নিজের কাছে রেখেছিলেন৷ এরশাদের মৃত্যুর পর প্রেসিডেন্ট পার্কে গিয়ে এরিকের সঙ্গে ওঠেন বিদিশা৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য